Advertisement
Advertisement
বিজেপি

মমতার পালটা! অন্য দলের কর্মীদের বিজেপি পরিবারের সদস্য হওয়ার ডাক দিলীপের

শুক্রবারই 'আমার পরিবার বিজেপি পরিবার' কর্মসূচির সূচনা করা হল।

Dilip Ghosh urges members of other political parties to join BJP
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 7, 2020 5:00 pm
  • Updated:August 7, 2020 5:00 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শুক্রবার, কবিগুরুর প্রয়াণ দিবসেই নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করল ভারতীয় জনতা পার্টি (Bhartiya Janta Party)। এদিন রাজ্য বিজেপির দপ্তরের সামনে একটি অনু্ষ্ঠানের মধ্যে দিয়ে ‘আমার পরিবার বিজেপি পরিবার’ কর্মসূচির সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির তিন গুরুত্বপূ্র্ণ নেতা দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিনহা।

জানা গিয়েছে, এদিন অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি নেতারা। এরপর সদস্য সংগ্রহ কর্মসূচির সূচনার কথা জানান তাঁরা। এদিনের মঞ্চ থেকে একটি গানের অ্যালবাম প্রকাশ করা হয়। এরপরই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “নতুন করে সদস্য সংগ্রহ আজ থেকে শুরু হল। ইতিমধ্যেই বাংলায় ৯৫ লক্ষ সদস্য রয়েছে। এবার আমাদের লক্ষ্য তিনকোটি।” এদিনই অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গেরুয়া শিবিরে শামিল হওয়ার আহ্বান জানান রাজ্য বিজেপির সভাপতি। বলেন, “বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার বিজেপি। সকলকে সেই পরিবারের অংশ হওয়ার আবেদন করছি।”

Advertisement

[আরও পড়ুন: আগুনকে জব্দ করবে চার রোবট, নয়া পালক জুড়ল রাজ্যের দমকল বাহিনীর মুকুটে]

প্রসঙ্গত, রাজ্য দপ্তরের সামনে অনুষ্ঠান শুরুর আগে একটি ভিডিও বার্তায় এদিন রাজ্য সরকারকে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বলেন, “বাংলায় গ্রহণ লেগেছে। দুর্নীতিতে ঢেকে গিয়েছে। কাটমানি ছাড়া কোনও কিছুই হচ্ছে না।” করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ বলেও এদিন মন্তব্য করেন জেপি নাড্ডা। বলেন, “রাজ্যের পরিকল্পনা সঠিক নয় বলেই বাংলার পরিস্থিতি এরকম। সংক্রমণ ক্রমশ বাড়ছে।” পড়ুয়ারা শিক্ষা পাচ্ছে না বলেও এদিন অভিযোগ করেন তিনি। কৃষকদের আর্থিক অনটনের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই কাঠগড়ায় তোলেন। সব মিলিয়ে এদিনও বিজেপির নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রীই। তবে এ বিষয়ে শাসকদলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত বৃদ্ধাকে আবাসনে থাকতে বাধা, হাসপাতালে ভরতি করাতে গিয়ে নাকাল চিকিৎসক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement