Advertisement
Advertisement
Dilip Ghosh

দিলীপকে দিল্লিতে জরুরি তলব শাহর, এবার কি মানভঞ্জনের পালা?

গুঞ্জন বঙ্গ বিজেপিতে।

Dilip Ghosh summoned by Amit Shah in Delhi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 17, 2023 2:11 pm
  • Updated:August 17, 2023 2:11 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার দিলীপ ঘোষকে একান্ত বৈঠকের জন্য দিল্লি ডেকে পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সন্ধেয় মেদিনীপুরের সাংসদের সঙ্গে একান্ত বৈঠক করতে পারেন শাহ। শুভেন্দু-সুকান্তদের এড়িয়ে আলাদা করে দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে কেন বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? জল্পনা বিজেপির অন্দরেই।

হিসাব মতো তিনিই বঙ্গ বিজেপির (BJP) সবচেয়ে সফল সভাপতি। তাঁর আমলে ১৮টি লোকসভা আসন জিতেছে গেরুয়া শিবির। কার্যত শূন্য থেকে বিজেপিকে রাজ্যে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। রাজ্য সভাপতির পদ থেকে তাঁকে সরানোর পর ক্রমশ নিম্নমুখীই হয়েছে বিজেপির গ্রাফ। দিলীপ ঘোষ যে বিজেপির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখা গিয়েছে রাজ্য সভাপতি পদ থেকে তাঁর অপসারণের পর থেকেই। অথচ, সেই দিলীপের বর্তমান পরিচয়, তিনি দলের একজন সাধারণ সাংসদ।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ফ্ল্যাট থেকে পরিচারিকার দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ]

আগে কেন্দ্রীয় সহ-সভাপতির মতো একটি পদ ছিল বটে। সম্প্রতি সেটাও গিয়েছে। শোনা যাচ্ছিল, দিলীপকে এবার কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। কিন্তু সেই জল্পনাও বিশেষ দানা বাঁধেনি। তাতে মেদিনীপুরের সাংসদ খানিকটা হলেও অভিমানী। প্রকাশ্যে না বললেও তাঁর কথাবার্তায় সেই অভিমান ফুটে উঠেছে বারবার। এবার সম্ভবত সেই অভিমান মেটাতেই দিলীপকে ডেকেছেন শাহ (Amit Shah)। হঠাৎ দিলীপকে কেন এই জরুরি তলব? তাঁর কি কোনও ‘প্রাপ্তিযোগ’ রয়েছে? গুঞ্জন শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে।

[আরও পড়ুন: বেরিয়ে ফেরার পথে অঘটন, গাড়ি ও লরির ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জনের]

জানা গিয়েছে, বুধবার রাতে শাহের দপ্তর থেকে ফোন আসে দিলীপের কাছ থেকে। তিনি নিজেই সেকথা জানিয়েছেন। এমনিতেই সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। সন্ধেয় শাহের সঙ্গে দেখাও করবেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জানিয়েছেন, “স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন করেছিল। দিল্লি যাচ্ছি। বৈঠক হবে।” কেন এই সাক্ষাৎ, সেটা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement