Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: ‘পুলিশ এখন দুষ্কৃতীদের গায়ে হাত দিতেও ভয় পাচ্ছে’, তোপ দিলীপের

দিলীপ ঘোষকে পালটা জবাব তৃণমূলের।

Panchayat Election 2023: Dilip Ghosh says police is afraid to take action against anti socials । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 15, 2023 12:06 pm
  • Updated:June 15, 2023 4:10 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যজুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। মনোনয়নের প্রথম দিন থেকেই জেলায় জেলায় অশান্তি। ঝরেছে রক্ত। আক্রান্ত হয়েছেন পুলিশকর্মীরাই। মনোনয়নে অশান্তি নিয়ে তোপ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তাঁর দাবি, দুষ্কৃতীরা ভোট নিয়ন্ত্রণ করছে। পুলিশ তাই তাদের গায়ে হাত দিতেও ভয় পাচ্ছে বলেই দাবি তাঁর। বিজেপি নেতাকে পালটা জবাব দিয়েছে তৃণমূল।

বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর দিলীপ ঘোষ মনোনয়ন পর্বে অশান্তি প্রসঙ্গে মুখ খোলেন। বলেন, “সারাবছর রাজ্যে বোম, বন্দুকের আওয়াজ। দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ায়। তারাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। পুলিশ তাদের গায়ে হাত দেয় না। খুন, জখম হচ্ছে। তার কোন এফআইআর হয় না। চার্জশিটও হয় না। মামলা পর্যন্ত হয় না। ফলে এই দুষ্কৃতীদের দাপট বেড়ে গিয়েছে। তারাই ভোট করাচ্ছে। মনোনয়ন করাচ্ছে। পুলিশ তাদের গায়ে হাত দিতে ভয় পায়।

Advertisement

[আরও পড়ুন: সুফিয়ান বিরোধিতায় তপ্ত নন্দীগ্রাম, ছুটে গিয়ে বন্ধ পার্টি অফিস খোলালেন কুণাল]

মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় তৃণমূলের কোনও যোগসূত্র নেই বলে প্রথম থেকেই দাবি করছে রাজ্যের শাসকদল। তাঁদের দাবি, বিরোধীরা সমস্ত আসনে প্রার্থী দিতে না পেরে ব্যর্থতা ঢাকতে অশান্তি করছে। ভোটের আগে শাসকদলকে কালিমালিপ্ত করার কৌশল ছাড়া আর কিছুই নয়। তাই দিলীপ ঘোষের এই অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ শান্তনু সেন। তাঁর দাবি, পুলিশ কারও আতঙ্কে কাজ করতে পারছে না, এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

[আরও পড়ুন: Panchayat Elections: ‘উনি আছেন বলেই বুকে বল পাচ্ছি’, সালানপুরে মীনাক্ষীকে পাশে নিয়ে মনোনয়নে বাম প্রার্থীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement