সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিনের পরিচয়, সহযোদ্ধা হিসেবে পরস্পরের পাশে থাকা। কিন্তু গত চার বছর ধরে সেই সমীকরণটা বদলে গিয়েছে দিলীপ ঘোষ আর রিঙ্কু মজুমদারের মধ্যে। রাজনৈতিক ক্ষেত্রে কাজ করতে করতেই নিজেদের মধ্যে মন বিনিময় করেছেন তাঁরা। শেষমেশ নিয়েছেন আজীবন সঙ্গে থাকা, সাত পাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত। শুক্রসন্ধ্যায় আইনি মতে এবং বৈদিক মতে দিলীপ-রিঙ্কুর চারহাত এক হবে। এমন শুভ মুহূর্তের ঠিক আগে তৈরি হতে হতেই ভবিষ্যতের দু, একটি পরিকল্পনার কথা শোনালেন রিঙ্কুদেবী। জানালেন মধুচন্দ্রিমার প্ল্যান, জানালেন মোবাইলে এবার ‘দিলীপদা’র নামটা সেভ হবে ‘হাজব্যান্ড’ বলে!
নিজের গোটা জীবনটাই রাজনীতির জন্য সঁপে দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যুব বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে পরবর্তীতে বিজেপির গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। নির্বাচনী লড়াইয়েও কম সাফল্য নেই তাঁর। একবার বিধায়ক, একবার সাংসদ হয়েছেন। চব্বিশের নির্বাচনে অবশ্য তাঁর আসন বদলের জেরে পরাজিত হতে হয়েছে তাঁকে। তা নিয়ে আক্ষেপ নেই তেমন, শুধু একনিষ্ঠভাবে গেরুয়া শিবিরের জন্য কাজ করে যেতে চান। ‘চিরকুমার’ দশা কেটে এবার সংঘের দিলীপ ঘোষ হলেন সংসারী। তবে ব্যস্ততায় ভরা তাঁর জীবন। তাই স্ত্রীকে নিয়ে বাইরে খাওয়াদাওয়া করতে কিংবা কেনাকাটা করতে নিয়ে যেতে পারবেন না বলে সাফ জানিয়েছেন দিলীপ ঘোষ। স্ত্রী মেনেও নিয়েছেন।
শুক্রবার ব্রাইডাল মেকআপের ফাঁকেই রিঙ্কু জানিয়েছেন, ”ও বলেছিল যে শপিং করাতে, ফুচকা খেতে নিয়ে যেতে পারব না। সেই আশা যেন আমি না করি। আমি বলেছি, কোনও ব্যাপার না।” ঘোরাফেরা বা শপিং না হলেও মধুচন্দ্রিমা নিয়ে কিন্তু জমাটি পরিকল্পনা করেছেন রিঙ্কু। জানালেন, পছন্দের জায়গা পাহাড়। বিশেষত হিমাচল প্রদেশ। তাই শিমলা বেড়াতে যেতেই পারেন। তবে নিরিবিলি কোনও জায়গায় যাবেন। কারণ, দিলীপবাবু যেখানেই যান, সেখানেই ভিড় জমে।
আর এক গোপন কথা প্রকাশ করলেন নববধূ রিঙ্কু। জানালেন, এতদিন তাঁর মোবাইলে ‘দিলীপদা’ বলেই হবু স্বামীর নম্বর সেভ করা ছিল। কিন্তু ১৮ এপ্রিল থেকে তো সম্পর্কটাই বদলে গেল। তাই এবার বদলে ফেলবেন মোবাইলের নামটিও। এবার তাঁর ফোনে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নম্বর থাকবে ‘হাজব্যান্ড’ নামেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.