Advertisement
Advertisement

বঙ্গে রথ ছুটিয়ে মোদির ব্রিগেডের প্রস্তুতি, অনুমতি চাইতে দিল্লি যাচ্ছেন দিলীপ

কলকাতায় ছাউনি ছাড়াই অমিত শাহর সভা৷

 Dilip Ghosh is going to Delhi today to finalize the Rath Yatra route
Published by: Sayani Sen
  • Posted:August 1, 2018 8:48 am
  • Updated:August 1, 2018 9:33 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রথযাত্রার প্রস্তাবিত রুট চূড়ান্ত করতে আজ, বুধবার দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত হবে রথযাত্রার রুট। মঙ্গলবার কলকাতায় রথযাত্রার রুটম্যাপ ঠিক করতে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

[অসমের পর এবার টার্গেট বাংলা, বিধানসভায় সর্বদল প্রস্তাব পেশ শাসকদলের]

ঠিক হয়েছে, আলিপুরদুয়ার, তারাপীঠ ও গঙ্গাসাগর থেকে তিনটি রথ বেরোবে। ৩৫দিনের কর্মসূচি। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবে এই রথ। প্রতিটি লোকসভা কেন্দ্র এলাকায় একটি করে বড় সভা হবে। সেখানে থাকবেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। তবে রথযাত্রার সমাপ্তি ২৩ জানুয়ারি ব্রিগেডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতে হবে বলে এখনও পর্যন্ত ঠিক রয়েছে। কিন্তু ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সময় দিলে তবেই ওইদিন ব্রিগেড সমাবেশ করবে বিজেপি। সেটা এখনও চূড়ান্ত হয়নি। আগে-পরেও সময় দিতে পারেন প্রধানমন্ত্রী। তাই রথযাত্রার সমাপ্তির দিন ঠিক হয়নি। বুধবার দিল্লির বৈঠকেই তা ঠিক হবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরে বাংলায় বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা। দলীয় সূত্রে খবর, রথযাত্রার সমাপ্তিতে প্রধানমন্ত্রী থাকলেও, সূচনায় বিজেপির কোনও প্রবীণ নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারেন।

Advertisement

[চকচকা শিল্পতালুকে কর্মসংস্থান হবে দু’হাজারেরও বেশি, বিধানসভায় ঘোষণা শিল্পমন্ত্রীর]

এদিকে, আগামী ১১ আগস্ট কলকাতায় অমিত শাহর সভা যেখানে হবে সেখানে কোনও ছাউনি থাকবে না বলেই ঠিক হয়েছে। শাহর কর্মসূচি নিয়ে মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে বৈঠকে বসেন যুব মোর্চার শীর্ষ নেতৃত্ব। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ছিলেন। মনে করা হচ্ছে,  মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় ছাউনি ভেঙে পড়ার ঘটনার জেরেই কলকাতায় শাহর সভাতে কোনও ছাউনি রাখা হচ্ছে না। সূত্রের খবর, শাহর সভায় ছাউনি নিয়ে ফের কোনও নতুন বিতর্ক হোক তা চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা। অমিত শাহর সভাস্থলের জন্য চারটি জায়গা চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছে বিজেপি। মঙ্গলবার বিকেলে লালবাজারে যান বিজেপির যুব মোর্চা নেতৃত্ব। প্রতিনিধিদলে ছিলেন যুব মোর্চার কেন্দ্রীয় নেতা সৌরভ চৌধুরি, সৌরভ শিকদার, রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। বিজেপির তরফে যে পাঁচটি জায়গার জন্য আবেদন করা হয়েছে সেগুলি হল, ভিক্টোরিয়া হাউস, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং ও  মেট্রো চ্যানেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement