Advertisement
Advertisement
দেবশ্রীতে আপত্তি নেই দিলীপের

‘দেবশ্রীতে আপত্তি নেই’, জল্পনা জিইয়ে রেখে মন্তব্য দিলীপের

দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে, স্বীকার করলেন বিজেপি রাজ্য সভাপতি।

Dilip Ghosh has no objection on Deboshree Roy joining
Published by: Subhajit Mandal
  • Posted:August 29, 2019 8:40 pm
  • Updated:August 29, 2019 9:26 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে নিয়ে নাটক অব্যাহত রাজ্য বিজেপিতে। রায়দিঘির বিধায়কের দলে যোগ দেওয়া নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেবশ্রী দলে যোগ দিচ্ছেন কী না তা নিয়ে সরাসরি কিছু বলেননি বিজেপির রাজ্য সভাপতি। জল্পনা জিইয়ে রেখেই এ প্রসঙ্গে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, দেবশ্রী রায় দলে এলে আপত্তি নেই। তবে, সহমতের ভিত্তিতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বিশিষ্ট অধ্যাপক বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেদিন বিজেপি দপ্তরে রহস্যজনকভাবে উপস্থিত ছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক। যোগদানের দিন দেবশ্রী সম্পর্কে অসন্তোষের কথা বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডাকে জানিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তারপরও রাজ্য বিজেপিতে দেবশ্রী চ্যাপ্টার ক্লোজ হচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: ৮ বছর পর কাটল জট, জ্যোতি বসুর নামে গবেষণাগার তৈরির জমি হস্তান্তর বামেদের]

জল্পনা বাড়িয়ে বুধবার রাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হাজির হন দেবশ্রী। জানা গিয়েছে, সেসময় বাড়িতে ছিলেন না দিলীপবাবু। সেই খবর পেয়ে সেখান থেকে চলে যান তৃণমূল বিধায়ক। আচমকাই একেবারে রাজ্য বিজেপি সভাপতির বাড়িতে দেবশ্রীর চলে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা ছড়ায়। তাহলে কি তৃণমূল বিধায়ককে যোগ দেওয়ার ছাড়পত্র দিয়ে দিল গেরুয়া শিবির? এমন প্রশ্নও ঘোরাফেরা করতে থাকে দলের অন্দরে।

[আরও পড়ুন: স্বস্তি মুকুলের, রেলবোর্ড প্রতারণা মামলায় আপাতত গ্রেপ্তার নয় বিজেপি নেতাকে]

তাঁর বাড়িতে দেবশ্রীর যাওয়া নিয়ে দিলীপ ঘোষের অবশ্য বক্তব্য, “আমার সঙ্গে দেখা হয়নি। উনি আসবেন বলেও জানতাম না।” তবে দেবশ্রীর সঙ্গে তাঁর যে ফোনে কথা হয়েছে সেকথা অবশ্য এদিন স্বীকার করেছেন দিলীপবাবু। দেবশ্রীর যোগদান নিয়ে দিলীপ ঘোষ বৃহস্পতিবার বলেন, “আমার আপত্তি নেই। উপযুক্ত পরিবেশ গড়ে, সকলের সঙ্গে কথাবার্তা বলে দলে নেওয়া হবে।” এদিকে, বুধবার রাতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন। বিজেপির এই কেন্দ্রীয় নেতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে শোভন চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, “আমি এখন বিজেপি পরিবারের সদস্য। তাই উনি দেখা করতে এসেছিলেন। মত বিনিময় হয়েছে।” এদিকে, দিলীপ ঘোষের বাড়িতে দেবশ্রীর যাওয়া প্রসঙ্গে শোভনবাবুর বক্তব্য, “দেবশ্রী রায় নিয়ে আপত্তির কথা যথাস্থানে আমি জানিয়ে দিয়েছি। কেন তিনি গিয়েছিলেন তা তিনিই বলতে পারবেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement