রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও কলহার মুখোপাধ্যায়: রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা৷ সল্টলেকে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় নেতৃত্ব৷
শনিবার রাতে সল্টলেকের ২ নম্বর সেক্টরের এএল ব্লকের ৩৬ নম্বর বাড়িতেই ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ রবিবার সল্টলেক থেকেই সিঙ্গুরে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ বিজেপি রাজ্য সভাপতির বাড়ির সামনে দাঁড়িয়েছিল তিনটি গাড়ি৷ ওই গাড়িতে চড়ে দলীয় কর্মসূচিতে যাওয়ার কথা বিজেপি রাজ্য সভাপতির৷ নির্ধারিত সময় অনুযায়ী এদিন সকালে গাড়িতে উঠতে যান দিলীপ ঘোষ৷ আচমকা সেই সময় তাঁর গাড়ির কাচে এসে লাগে একটি পাথর৷ ভেঙে যায় গাড়ির সামনের কাচ৷ কে বা কারা গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় নেতৃত্ব৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,‘‘কে বা কারা গাড়িতে হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়৷ এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে কী না, তা খতিয়ে দেখা হবে৷’’
এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ মোর্চাদের আন্দোলনের সময় দার্জিলিংয়ে গিয়ে হামলার শিকার হন বিজেপি নেতা৷ এরপর পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন৷ অভিযোগ ওঠে, দলীয় কর্মসূচি বানচাল করতেই নাকি বিরোধীরা দিলীপ ঘোষকে আক্রমণ করে৷ যদিও বিরোধীরা গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.