Advertisement
Advertisement

তথাগত রায়ের টুইট বিতর্কে মুখ খুলতে নারাজ দিলীপ ঘোষ

প্রশ্ন এড়ালেন রাজ্য বিজেপি সভাপতি৷

Dilip Ghosh doesn't want to comment on Tathagata Roy tweet controversy
Published by: Tanujit Das
  • Posted:February 20, 2019 9:00 pm
  • Updated:June 19, 2019 5:00 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর, কাশ্মীরিদের নিয়ে টুইট করে বিতর্কে জড়িয়েছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়৷ যাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ তবে, এই বিষয়ে মুখ খুলতে চাইলেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বুধবার এই বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘উনি কি বলবেন তা একান্তই ওঁনার ব্যক্তিগত বিষয়। বিতর্ক হতে পারে, তেমন কিছু না বলাই ভাল।’’

[পুলওয়ামায় শহিদ বাংলার দুই জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের ]

Advertisement

উল্লেখ্য মঙ্গলবার টুইটারে নজিরবিহীন ভাবে কাশ্মীরিদের বর্জন করার পক্ষে সওয়াল করেন তথাগত রায়৷ তিনি লেখেন, “ভারতীয় সেনার এক অবসরপ্রাপ্ত কর্নেল সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন, কেউ যেন অন্তত আগামী দু’বছর কাশ্মীর বেড়াতে না যান, কিংবা কাশ্মীরি বিক্রেতাদের কাছ থেকে কিছু না কেনেন। আমি তাঁর সাথে সহমত পোষণ করছি৷” এমনকী, অমরনাথ যাত্রা বর্জন করার ডাক দেন একদা রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা। এরপরই তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর সমালোচনা করেন এনসি নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ টুইটারে তিনি লেখেন “তথাগত রায়ের মতো মানুষরা কাশ্মীর চান, কিন্তু কাশ্মীরিদের চান না। কিন্তু এটা আদৌ কি তা সম্ভব?” মেঘালয়ের রাজ্যপালের সমালোচনা করেন পিডিপি নেত্রী ও জম্মু-কাশ্মীরের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও৷

[এপিডিআরের যুদ্ধবিরোধী মিছিলে দুষ্কৃতী হানা, ধর্মতলায় ধুন্ধুমার]

বুধবার বিজেপির সোশ্যাল মিডিয়া কর্মশালায় দলের নেতা, কর্মী ও সমর্থকদের একগুচ্ছ নির্দেশও দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি নয়, দলের কর্মসূচির কথা প্রচার করুন। তিনি স্বীকার করে নেন, দলের একাংশের কর্মীদের প্রবণতা রয়েছে, দলীয় কর্মসূচিতে নিজেদের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে তা পোস্ট করা। কর্মীদের এই প্রবণতা ত্যাগ করতে বলেন রাজ্য বিজেপি সভাপতি৷ কেবল দিলীপ ঘোষই নন, এর আগে রাজ্যে এসে কর্মীদের একই রকমের নির্দেশ দিয়ে গিয়েছিলেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহও৷ এদিন রাজ্য সভাপতির গলাতেও শোনা গেল একই সুর৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ার দলের কোন কোন বিষয়ে প্রচার করতে হবে, বুধবারের কর্মশালায় কর্মীদের সেই দিক নির্দেশিকাও দেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়ানোকে সমর্থন করে না বিজেপি। দল বিভ্রান্তিমূলক খবর ছড়ায় না।’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement