Advertisement
Advertisement

Breaking News

গণতন্ত্রে ভিন্নমতকে গুরত্ব দিতেই হবে, মত রাষ্ট্রপতির

অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ রাষ্ট্রপতির৷

Different opinions should come under consideration, believes President Pranab Mukherjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 8:56 am
  • Updated:January 20, 2017 8:59 am  

স্টাফ রিপোর্টার: দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী করতে বিরুদ্ধ মতের পক্ষে জোরালো সওয়াল করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একইসঙ্গে গণতন্ত্রের সপক্ষে এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা দিলেন রাষ্ট্রপতি৷

বহুত্ববাদকে আগেও গুরুত্ব দিয়েছেন প্রণববাবু৷ এদিন তিনি বলেন, “সংসদীয় গণতন্ত্রে বিরু মত না থাকলে গণতন্ত্র আরও শক্তিশালী হতে পারে না৷ এখানে সংবাদমাধ্যমের ভূমিকা আছে৷” এদিন বাংলা সংবাদপত্র ‘আজকাল’-এর ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন প্রণববাবু৷ দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা প্রসঙ্গে তাঁর বিরক্তি গোপন করেননি তিনি৷ রাষ্ট্রপতি বলেন, “আমরা যেন ক্রমেই অসহিষ্ণু হয়ে পড়ছি৷ গণতন্ত্রে অসহিষ্ণুতার কোনও জায়গা নেই৷ গণতন্ত্রে সবসময়েই সহিষ্ণু হতে হবে৷ ভিন্ন মতকে মানতেই হবে৷ ভিন্ন মত ছাড়া গণতন্ত্র হয় না৷” সাম্প্রতিককালে কেন্দ্র-রাজ্য সম্পর্কের রসায়ন নিয়ে মাঝেমধ্যেই অসহিষ্ণুতার অভিযোগ উঠেছে৷ এমতবস্থায় অসহিষ্ণুতার বিরুদ্ধে রাষ্ট্রপতির মুখ খোলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এদিন রাষ্ট্রপতি আরও বলেন, “সংসদীয় গণতন্ত্রে বিতর্ক হবে, বিরুদ্ধ মত উঠবে, তারপর সিদ্ধান্তে আসতে হবে৷ আমি নেতিবাচক মত পোষণ করছি না৷ ইতিবাচক থেকেও বিতর্ক হতে পারে৷” প্রণববাবুর মতে, জনমত তৈরিতে সংবাদপত্রের কার্টুনের বড় ভূমিকা আছে৷ তিনি বলেন, “আমি কার্টুন খুব পছন্দ করি৷ যখন পাইপ ছেড়ে দিলাম, কার্টুনিস্টরা বলতেন, আপনি তো পাইপ ছেড়ে স্বাস্থ্যের উন্নতি করলেন৷ কিন্তু আমাদের কার্টুনের উন্নতি

Advertisement

কলকাতা যে ভারতীয় সংবাদপত্র এবং সাংবাদিকতার আঁতুড়ঘর তা তিনি মনে করিয়ে দেন৷ প্রথম সংবাদপত্র হিকিজ গেজেট এখান থেকে প্রকাশিত হয়৷ বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, “স্বদেশি আমলে প্রায় প্রত্যেক সংবাদপত্র জাতীয়তাবাদি আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিল৷ দেশ স্বাধীন হওয়ার পর সংবাদপত্রের সম্প্রসারণ ঘটেছে৷ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আরও পরিবর্তন হবে৷” এদিন অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, আজকালের সম্পাদক অশোক দাশগুপ্ত, প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ৷ দেশের বাঙালি রাষ্ট্রপতি নিয়ে প্রবল গর্বের কথা জানান ফিরহাদ৷ একইসঙ্গে রাষ্ট্রপতির সামনেই তিনি বলেন, “আমরা আশা করব ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বাংলা থেকে হোক৷”

 

(বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে?)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement