ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগামী বছরের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলা রামমন্দির নিয়ে কৌতূহলের অন্ত নেই। তারই মাঝে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নতুন বছর রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই খুলবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজাও।
জল্পনা ছিল নতুন বছরেই উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন বছর রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই উদ্বোধন হয়ে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রীর কথায়, “দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের যা উচ্চতা দিঘার মন্দিরেরও সেই উচ্চতা রাখা হচ্ছে। সকলের খুব ভালো লাগবে। এপ্রিল মাসের মধ্যে এই মন্দির উদ্বোধন হয়ে যাবে।”
উল্লেখ্য, ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে এবং এই কাজ হিডকো সংস্থা দিয়ে করানো হবে। তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে।
পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার। রথযাত্রার রুটও আগে ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউ দিঘা যাওয়ার পথে ঝাউবন পেরিয়ে সৈকতের দিকে এখন যেখানে জগন্নাথের ছোট মন্দির, তাকেই জগন্নাথের প্রতীকী মাসির বাড়ি বলে সিদ্ধান্ত হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.