Advertisement
Advertisement

বাংলা ভাষায় বিজয়ার শুভেচ্ছা রাষ্ট্রপতির, সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

এখনও পর্যন্ত বিজয়ার শুভেচ্ছা জানাননি প্রধানমন্ত্রী৷

Devotees celebrate Vijaya Dashami, idol immersion starts
Published by: Kumaresh Halder
  • Posted:October 19, 2018 5:55 pm
  • Updated:October 19, 2018 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ভাষায় বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চমক দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ নিজের টুইটার হ্যান্ডেলে বাংলা ও অসমীয়া হরফে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি৷ বিজয়ার পাশাপাশি দশেরার অভিনন্দনও জানান তিনি৷ রাষ্ট্রপতির পাশাপাশি রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে ভিডিও পোস্ট করে সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর তরফে বিজয়ার শুভেচ্ছা জানানো হলেও নীরবই রইলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দশেরা নিয়ে শুভেচ্ছা দেওয়া হলেও বিকেল পর্যন্ত মোদির ওয়ালে বিজয়ার শুভেচ্ছার কোনও চিহ্ন পাওয়া যায়নি৷  

[দশমীতে বিষাদের সুর, মাকে বরণ করে সিঁদুরখেলায় মাতল বাঙালি]

আজ, শুক্রবার বিজয়া ও দশেরা উপলক্ষে টুইট করেন রাষ্ট্রপতি৷ বিজয়া দশমীর শুভেচ্ছা জানান তিনি৷ গোদা বাংলায় লেখেন, ‘‘দুর্গা পুজো ও বিজয়া দশমী উপলক্ষে সকল দেশবাসীকে জানাই দশেরার অভিনন্দন ও শুভ বিজয়া। এই উৎসব অশুভের উপর শুভশক্তির বিজয়ের প্রতীক। এই দিন আমাদের পরিবার ও সমাজে সুখশান্তি নিয়ে আসুক এই প্রার্থনা করি।’’ এদিন টুইট করে দেশবাসীর জন্য মঙ্গলকামনা করেন তিনি৷

[কার্নিভালে আসবেন রেকর্ড বিদেশি, দূষণ-নিয়ন্ত্রণে সতর্ক পুলিশ ও পুরসভা]

 

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটারে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান৷ ৪৭ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী দেবী দুর্গার বিদায়ে বিষণ্ণতা প্রকাশ করেন৷ ‘আবার এসো মা…’ দেবীকে বিদায় জানিয়ে মুখ্যমন্ত্রী, ‘‘বিজয়া দশমীতে আমি সবাইকে শুভেচ্ছা জানায়৷ বিজয়া দশমী সকলের কাছে বিষাদের দিন হলেও এটি এখন মিলন উৎসবে পরিণত হয়েছে৷ এটা আমাদের পরম্পরা৷ এটাকে রক্ষা করে আমাদের কর্তব্য৷’’ বিজয়ার পাশাপাশি অবাঙালিদের জন্যও দশেরার অভিনন্দনও জানান তিনি৷

[দেবীপক্ষের হাত ধরেই রাজ্যে শীতের পদধ্বনি, নামছে তাপমাত্রার পারদ]

প্রত্যেক বছরেই রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বিজয়া ও দশেরা উপলক্ষে শুভেচ্ছা জানান দেশবাসীকে। কিন্তু এ বছর গোদা বাংলায় শুভেচ্ছা জানিয়ে বাঙালির মনজয় করে নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ কিন্তু, সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ মোদির পেজ থেকে এখনও কোনও বিজয়ার শুভেচ্ছা না আসায় বেশ খানিকটা হতাশ প্রধানমন্ত্রীর অনুগামীরা৷ গতবছর বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে ছবি বিভ্রাটে পড়তে হয়েছিল স্বয়ং মোদিকে৷ গতবারের বিতর্ক এড়াতেই কি এবছর নীরবতা পালন করছেন মোদি? উঠছে প্রশ্ন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement