Advertisement
Advertisement

Breaking News

Sujit Bose

কোন প্রশ্নবাণে সুজিত বসুকে বাগে আনতে চাইছে ইডি?

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছে ইডি। কিন্তু কী কী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মন্ত্রীকে? ইডি সূত্রে খবর, মূলত ১২ টি প্রশ্নে মুখোমুখি হতে হচ্ছে সুজিতকে।

Details of ED questionnaire for minister Sujit Bose | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 12, 2024 1:48 pm
  • Updated:January 12, 2024 5:56 pm  

বিধান নস্কর, দমদম: পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছে ইডি। প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এদিকে দফায় দফায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কী কী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মন্ত্রীকে? ইডি সূত্রে খবর, মূলত ১২ টি প্রশ্নে মুখোমুখি হতে হচ্ছে সুজিতকে।

সুজিতকে করা ইডির প্রশ্ন

Advertisement

১) আপনারা কজন ভাই?
২) আপনি ছাড়া বাকিরা কি রাজনীতিতে যুক্ত?
৩) আপনার সোর্স অফ ইনকাম কী কী?
৪) আপনি এমএলএ হিসেবে কত টাকা পান?
৫) আপনার পৈত্রিক সম্পত্তি কী কী?
৬) আপনি যে শ্রীভূমি ক্লাবের প্রেসিডেন্ট তার ফান্ড আসে কোথা থেকে?
৭) আপনি নিতাই দত্তকে কত বছর ধরে চেনেন?
৮) নিয়োগের ক্ষেত্রে আপনি কি আদৌ কাউকে রেফার করেছিলেন?
৯) শোনা যায়, আপনার সমস্ত টাকা পয়সার হিসেব নিতাই দত্ত রাখতেন। এটা কি সঠিক?
১০) আপনার সুপারিশে নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন, সেটা কি ঠিক?
১১) দক্ষিণ দমদম পুরসভার দমকল দপ্তরে নিয়োগে আপনার কী ভূমিকা?
১২) আপনার একমাত্র কন্যার বিপুল টাকা খরচ বিয়ে দিয়েছেন, সেই টাকার হিসাব দিতে পারবেন?

[আরও পড়ুন: নিজের মৃত্যু কি আগেই বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ! কী হয়েছিল শেষ দিন?]

প্রসঙ্গত, এদিনের তল্লাশি নিয়ে কুণাল ঘোষ বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির নিদের্শে হচ্ছে। বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট পাঠিয়ে দিচ্ছে ইডি-সিবিআইকে। তার পর তল্লাশি হচ্ছে। মানুষের মনে তৃণমূলের বিরুদ্ধে নেতীবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে।” পালটা তোপ দাগলেন বিরোধী দলনেতাও। সুজিত বসুদের ইঙ্গিত করে বললেন, “শীতের পোশাক সঙ্গে নিন।”

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement