Advertisement
Advertisement

Breaking News

BJP

আগে রাজ্যের ৮৫ হাজার কোটির বকেয়া মেটান, বিজেপির ‘ট্যুরিস্ট গ্যাং’কে কটাক্ষ ডেরেকের

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে 'ট্যুরিস্ট গ্যাং' বলে কটাক্ষ করল তৃণমূল।

Bengali news: Derek O'Brien asks center to pay off 85 thousand cr to Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 1, 2020 10:35 am
  • Updated:December 1, 2020 11:09 am  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বহিরাগতর পর এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ‘ট্যুরিস্ট গ্যাং’ বলে কটাক্ষ করল তৃণমূল। মঙ্গলবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। নথি তুলে ধরে রাজ্যে বকেয়া পাওনা মেটানোর দাবিও জানান তিনি।

রাজ্যের বকেয়া পাওনা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বৈঠকেও এই দাবি জানিয়েছেন তিনি। কোন প্রকল্পের দরুন কত টাকা পাওনা বকেয়া রয়েছে, তা এদিন টুইটারে তুলে ধরেন ডেরেক।

Advertisement

[আরও পড়ুন : রাজ্যে প্রথমবার আদিবাসী মহিলার অঙ্গদান, একের অঙ্গে প্রাণ ফিরে পেল তিন]

টুইটারে তৃণমূল সাংসদের দেওয়া নথি অনুযায়ী, সর্বশিক্ষা অভিযানে ১৪ হাজার ৫২০ কোটি, সমগ্র শিক্ষা মিশনে ৯৭০ কোটি, মিড ডে মিলে ২৩৩ কোটি, স্বচ্ছ ভারত মিশনে ২৭৫ কোটি, মনরেগায় ৬৩১ কোটি, আমরুতে ২৫৪ কোটি, ছিটমহল বিনিময় বাবদ ১৮৮ কোটি, বিআরজিএফ ২ হাজার ৩৩০ কোটি, বেসিক গ্রান্ট ৪৩৮ কোটি-সহ একাধিক খাতে মোট ৮৫ হাজার ৭২০ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে বাংলার। এই খতিয়ান তুলে ধরার পাশাপাশি মোদি-শাহকেও কটাক্ষ করেন ডেরেক। লেখেন,”মোদি-শাহর ট্যুরিস্ট গ্যাং বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ওদের উচিত আগে বাংলার পাওনা মিটিয়ে দেওয়া।”

[আরও পড়ুন : নেশা ছাড়ানোর চেষ্টার চরম পরিণতি, জামাইবাবুকে ছুরি মেরে আত্মঘাতী বেনিয়াপুকুরের যুবক]

বিজেপির আপাতত পাখির চোখ বাংলার (Bengal) একুশের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে একের পর কেন্দ্রীয় নেতাকে বাংলায় সংগঠন মজবুত করার দায়িত্ব দিচ্ছে গেরুয়া শিবির। সেই কাজ সম্পূর্ণ করতে তাঁরা বাংলায় যাতায়াত করছেন। এর আগে তৃণমূল নেতৃত্ব তাঁদের বহিরাগত বলে কটাক্ষ করেছেন। এবার আরও একধাপ এগিয়ে ডেরেক ‘বাংলার পর্যটক’ বলে ব্যঙ্গ করলেন তাঁদের। এদিন থেকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পথে নামছে তৃণমূল। সকালে সেই আন্দোলনের সুর বেঁধে দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement