ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের। বেশ কিছুদিন ধরেই জ্বর-সহ ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল মৃতের।
জানা গিয়েছে, মৃতের নাম ভরত দাস। বয়স ৫৪ বছর। উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গুর একাধিক উপসর্গও ছিল তাঁর। স্বাভাবিকভাবেই পরবর্তীতে তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। ১২ নভেম্বর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সোমবার গভীর রাতে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে রাজ্যজুড়ে ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গু। জেলার পাশাপাশি শহর কলকাতার বহু মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। চিকিৎসায় অনেকেই যেমন সু্স্থ হয়ে উঠছেন তেমনই মৃত্যুর ঘটনাও ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য সরকার। আমজনতাকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করা হচ্ছে। তা সত্ত্বেও আক্রান্ত হচ্ছেন অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.