Advertisement
Advertisement
Dengue Update

Dengue Update: রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে আতঙ্ক, বেলেঘাটা আইডি-তে ডেঙ্গুর বলি আরও ১

কয়েকদিন ধরেই হাসপাতালে ভরতি ছিলেন ওই প্রৌঢ়।

Dengue Update: A man of North 24 Parganas dies of Dengue in Beleghata ID | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 14, 2023 1:35 pm
  • Updated:November 14, 2023 2:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের। বেশ কিছুদিন ধরেই জ্বর-সহ ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল মৃতের।

জানা গিয়েছে, মৃতের নাম ভরত দাস। বয়স ৫৪ বছর। উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গুর একাধিক উপসর্গও ছিল তাঁর। স্বাভাবিকভাবেই পরবর্তীতে তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। ১২ নভেম্বর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সোমবার গভীর রাতে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।

Advertisement

[আরও পড়ুন: মা কালীর পাশেই দুর্গার আরাধনা, ভাইফোঁটার পর একসঙ্গে হয় দুই দেবীর বিসর্জন]

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে রাজ্যজুড়ে ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গু। জেলার পাশাপাশি শহর কলকাতার বহু মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। চিকিৎসায় অনেকেই যেমন সু্স্থ হয়ে উঠছেন তেমনই মৃত্যুর ঘটনাও ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য সরকার। আমজনতাকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করা হচ্ছে। তা সত্ত্বেও আক্রান্ত হচ্ছেন অনেকেই।

[আরও পড়ুন: ‘পরিকল্পিত খুন’, জয়নগরে তৃণমূল নেতা হত্যায় গ্রেপ্তার ১, জেরায় সূত্র খুঁজছে পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement