Advertisement
Advertisement

Breaking News

ডেঙ্গুর ভোলবদল মানেই মৃত্যু নয়

তবে মুখোশধারী ডেঙ্গু প্রতিরোধে মেনে চলুন এই নিয়মগুলি৷

Dengue does not mean death always
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 11:50 am
  • Updated:September 14, 2019 3:24 pm  

পৌষালি কুণ্ডু: মারণ-জ্বরকে চিনতে পারা যায়নি ঠিকই৷ তবে উদ্বেগ-উৎকন্ঠা করে লাভ নেই৷ পরিস্থিতি এখনও খারাপ হয়নি৷ শান্ত থাকুন৷ এমনটাই বলছে চিকিৎসকরা৷ বর্ষা পড়তে না পড়তেই অজানা জ্বরে কাঁপছে দক্ষিণবঙ্গ৷ গত তিনদিনে মৃত্যু হয়েছে চারজনের৷

ডেঙ্গু ভোল বদলেছে৷ স্ত্রী এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের চরিত্র পাল্টেছে৷ মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুকুমার মুখোপাধ্যায়ের কথায়, “এর মিউটেশন হতে পারে৷ প্রায় প্রতি বছরই বর্ষায় ডেঙ্গুর হানায় জর্জরিত হয় মানুষ৷ এবারও সেটাই হচ্ছে৷ এই অসুখ সারানোর কোনও প্রতিষেধক নেই৷ মশার জন্ম নিয়ন্ত্রণ করে প্রতিরোধ করতে হবে৷ তবে পরিচিত ডেঙ্গুর প্রকৃতির সঙ্গে এর মিল নেই৷ অবশ্য জ্বর হওয়া মানেই ডেঙ্গু হয়েছে এমন ভাবনা সম্পূর্ণ ভুল৷ কিংবা প্লেটলেট কমার পরিণতি মৃত্যু, তাও নয়৷”

Advertisement

তবে জ্বর হলে দ্বিতীয়দিনেই রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত বলে মনে করেন সুকুমারবাবু৷ তিনি জানান, রিপোর্টে প্লেটলেটের মাত্রা দেখে বোঝা যাবে ব্যাপারটা আদৌ অজানা ডেঙ্গু ফিভার কি না৷ প্লেটলেটের মাত্রা ৭০ হাজার থেকে ৮০ হাজার থাকলে নিশ্চিন্তে থাকা যায়৷ ৫০ হাজারের কম হলে একটু চিন্তার৷ এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করতে হবে৷ আর প্লেটলেট ৩০ হাজারের কম হলে রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করিয়ে দিতে হবে৷ তবে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম৷

  • মুখোশধারী ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমান৷
  • বাড়ি ও সংলগ্ন এলাকায় জল জমতে দেওয়া চলবে না৷
  • মশা মারতে শুধুমাত্র সরকারি স্তরে উদ্যোগ নিতে হবে এমন মানসিকতা ছেড়ে নিজেই নিজের এলাকা পরিচ্ছন্ন রাখুন৷
  • নির্মীয়মাণ বাড়ি, গাড়ির গ্যারেজ, ফুলের টবে অনেক সময় জল জমে থাকে৷ খেয়াল রাখুন সেদিকে৷
  • প্রয়োজনে বিভিন্ন বাজার চলতি ডিটারজেন্ট,  স্প্রে ব্যবহার করুন৷
  • বাড়িতে শিশু ও বয়স্ক থাকলে বিশেষ নজর দিন৷
  • এই নাম-গোত্রহীন জ্বরের উপসর্গ দেখা দিলে বা সামান্য জ্বর হলেই ডাক্তারের কাছে যান৷
  • নিজে ওষুধ কিনে খাওয়ার চেষ্টা করবেন না৷
  • পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে৷
  • দু’এক দিন ছাড়া প্লেটলেট পরীক্ষা করতে হবে৷
  • শরীরে জল কমলেই দ্রুত স্যালাইনের ব্যবস্থা করুন৷

এদিন সুকুমারবাবু বলেন, “ডেঙ্গুর মতো এই জ্বরে আক্রান্ত কয়েকজনের দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে৷ এই লক্ষণ বেশ চিন্তার৷ রক্তক্ষরণ হলে সারা শরীর ফুলে যায়৷ ব্লাড ভেসেল থেকে ডায়ালিটুশেন হয়ে সিরাম বাইরে বেরিয়ে যায়৷ একে ব্লাড ভেসেল সিরাম ক্যাপিলিয়ারিস বলে৷ এরকম হলে আচমকা প্লেটলেট কমে যায়৷ তবে জ্বরের প্রকোপ তীব্র হলে ক্যাপিলিয়ারিস, রক্তক্ষরণ ও কিডনির জটিল সমস্যা হতে পারে৷ সেক্ষেত্রে প্রাণনাশের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement