Advertisement
Advertisement

Breaking News

খাস কলকাতায় সাহিত্যিকের বাড়িতে ডাকাতি! মারধর করে টাকা ও মোবাইল নিয়ে উধাও দুষ্কৃতীরা

তদন্তে পুলিশ।

Decoity in a writer' house in Kolkata, Investigation underway | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 15, 2021 9:57 pm
  • Updated:December 15, 2021 9:57 pm  

অর্ণব আইচ: সাহিত্যিকের বাড়িতে ডাকাতি। বৃদ্ধ লেখক সুনীল জানাকে মারধর করে তাঁর বাড়ি থেকে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিল দুই ডাকাত। বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার চারু মার্কেটে ঘটেছে এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চারু মার্কেট থানা এলাকার সুলতান আলম রোডের চারতলা বাড়ির একতলায় ফ্ল্যাটে থাকেন আশি বছরের বৃদ্ধ সাহিত্যিক সুনীল জানা ও তাঁর স্ত্রী। শিশু সাহিত্য-সহ বেশ কিছু বইয়ের লেখক তিনি। ওই বাড়ির উপরের তলায় তাঁর ছেলের ফ্ল্যাট। উপরের ফ্ল্যাটে কাজ করছেন রাজমিস্ত্রিরা। সাধারণভাবে কাজ শেষ করে যাওয়ার সময় তাঁকে মিস্ত্রিরা বলে যান। তিনি মূল গেট বন্ধ করে দেন। এদিন নতুন মিস্ত্রিরা আসার ফলে তাঁকে কেউ বলে যাননি। মূল গেট খুলেই চলে যায় তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: Kolkata Civic Polls: ভাড়াটেদের ‘অত্যাচার’ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে না কোনও দলই! ভোট বয়কট বাড়িওয়ালাদের]

জানা গিয়েছে, সেই ফাঁকেই দুই দুষ্কৃতী এসে দরজায় ধাক্কা দেয়। সুনীলবাবু মিস্ত্রিরা এসেছেন মনে করে দরজা খোলেন। জোর করে দরজা খুলে ভিতরে ঢোকে দুই দুষ্কৃতী। তারা ভিতর থেকে দরজার লক বন্ধ করে দেয়। বৃদ্ধ লেখক বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে তারা ফেলে দেয় ও মারধর করে বলে অভিযোগ। তাঁকে ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে ফ্ল্যাটের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে তারা। টেবিল থেকে একটি মোবাইল, একটি এটিএম কার্ড ও ড্রয়ারে বই চাপা দিয়ে রাখা ১৫ হাজার টাকা নগদ নিয়ে পালায় তারা। দুষ্কৃতীরা হেঁটেই চলে যায় বলে ধারণা পুলিশের।

বৃদ্ধ দম্পতির আর্তনাদে প্রতিবেশীরা আসেন। আতঙ্কগ্রস্ত ও আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ফ্ল্যাটটিতে আসে চারু মার্কেট থানার পুলিশ। বৃদ্ধ ও বৃদ্ধার কাছ থেকে ডাকাতদের বিবরণ নেওয়া হয়। এ ছাড়াও এলাকার সিসিটিভির ফুটেজও পরীক্ষা করা হয়। অভিযুক্তদের শনাক্ত করে ধরার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: বড়সড় সাফল্য রাজ্যের, দুয়ারে রেশনের মাধ্যমে পাঁচ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছল খাদ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement