Advertisement
Advertisement

ডেবিট কার্ড জালিয়াতির শিকার গ্রাহকরা, আতঙ্ক শহরে

ডেবিট কার্ড জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় রীতিমতো আতঙ্কে ভুগছেন শহরবাসী৷

Debit Card fraud cases are reported from different parts of city
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 7:47 pm
  • Updated:January 15, 2020 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেবিট কার্ড জালিয়াতির শিকার হচ্ছেন একের পর এক শহরবাসী৷  তেঘড়িয়া থেকে যাদবপুর, স্কুল শিক্ষিকা থেকে ব্যবসায়ী, সকলেই শিকার প্রতারণা চক্রের৷ যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে৷

সূত্রের খবর, গত দু’দিনে সুস্মিতা দাস নামে তেঘড়িয়ার এক স্কুল শিক্ষিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে ৮২ হাজার টাকা৷ ব্যাঙ্ক থেকে কোনওরকম মেসেজ তিনি পাননি৷ সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর নিজের অ্যাকাউন্টে ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে দেখেন, কেউ তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে৷ তেঘড়িয়া থানায় এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তিনি৷

Advertisement

একই ধরনের প্রতারণার শিকার যাদবপুরের সন্তোষপুর এলাকার এক ব্যবসায়ী৷ তাঁর অ্যাকাউন্ট থেকেও চুপিসাড়ে উধাও হয়েছে প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা৷ তাঁর অভিযোগ, কেউ তাঁকে ফোন করে তাঁর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু গোপন তথ্য জানতে চান৷ তিনি তা দিতে অস্বীকার করেন৷ এরপর নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখেন খোয়া গিয়েছে টাকা৷ তথ্য না জানানো সত্ত্বেও কীভাবে টাকা খোয়া গেল, তা নিয়ে তাজ্জব ওই ব্যবসায়ী৷

এদিকে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পাননি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও৷ এসবিআই-এর এক শাখার তরফে ফোন করে তাঁর থেকেও অ্যাকাউন্টের ডিটেইলস জানতে চাওয়া হয়৷ যদিও তিনি তা দেননি এবং এই মর্মে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন৷ কে তাঁকে ফোন করেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ৷

ডেবিট কার্ড জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় রীতিমতো আতঙ্কে ভুগছেন শহরবাসী৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি গ্রাহকদের সতর্ক করে দিচ্ছেন নানাভাবে৷ পিন নম্বর পাল্টানো, কোনওরকম তথ্য কাউকে না জানানো এবং নির্দিষ্ট ব্যাঙ্কেরই এটিএম  ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছে ব্যাঙ্কগুলির তরফে৷ যদিও সেই নিয়ম মেনেও টাকা উধাও হচ্ছে বলে অভিযোগ৷ স্থানীয় জালিয়াতি চক্রের প্রভাবেই এই কাজ চলছে বলে ধারণা অনেকের৷ কোনও একটি নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা বিপর্যস্ত করে ফায়দা তোলার অভিসন্ধিও উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞ মহল৷

মোবাইলে হ্যাক করে তথ্য ফাঁস হওয়া রুখতে সতর্ক হয়েছে মন্ত্রীসভাও৷ মন্ত্রীসভার বৈঠক চলাকালীন কোনও মন্ত্রীকে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশিকা জারি হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement