সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাস অস্থায়ী পদে থাকার পর কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিচারপতি দেবাশিস করগুপ্ত। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের অবসরের পর তাঁকে অস্থায়ী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়৷ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির কলেজিয়াম দেবাশিস করগুপ্তকে প্রধান বিচারপতি পদে নিয়োগে সিলমোহর দেন বলে আদালত সূত্রে খবর৷
জানা গিয়েছে, ১৯৮২ সালে আইনজীবী হিসেবে কলকাতা হাই কোর্টে কর্মজীবন শুরু করেন দেবাশিস করগুপ্ত। সাংবিধানিক ও দেওয়ানি মামলায় আইনজীবী হিসেবে তিনি তাঁর দক্ষতা প্রমাণ করেন৷ ২০০৬ সালের ২২ জুন তিনি কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসেবে প্রথম দায়িত্বভার গ্রহণ করেন৷ আদালত সূত্রে খবর, গত ১১ অক্টোবর দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির কলেজিয়াম বিচারপতি করগুপ্তকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদে নিয়োগের প্রস্তাব দেন৷ আগামী ডিসেম্বর মাসে বিচারপতি করগুপ্ত অবসর নেবেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম জানিয়েছে, ন্যূনতম এক বছর কর্মজীবন আছে, এমন বিচারপতিকে প্রধান বিচারপতির পদে নিয়োগ করার বিধি রয়েছে। বিচারপতি করগুপ্ত যেহেতু কলকাতা হাই কোর্টেরই বর্ষীয়ান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, সেই কারণেই তাঁকে প্রধান বিচারপতির পদে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে৷
[সিবিআই এখন বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন, বিতর্কের মধ্যেই তোপ মমতার]
এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ মামলার কয়েছে বিচারপতি করগুপ্তের এজলাসে৷ সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা তাঁর নেতৃত্বাধীন ডিভিশনের পর্যবেক্ষণে রয়েছে৷ এমনকী, সরকারি চিকিৎসকদের উচ্চ শিক্ষার জন্য ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও তাঁর রায় চিকিৎসকদের পক্ষে যায়৷ এছাড়াও একাধিক জনস্বার্থ মামলা রয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.