Advertisement
Advertisement

Breaking News

Debangshu Bhattacharya

একুশের প্রস্তুতি মঞ্চে তমলুকে হার নিয়ে প্রশ্ন মমতার, শুনেই কাঁদলেন দেবাংশু

সোশাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার পরামর্শ দলনেত্রীর।

Debangshu Bhattacharya cried in front of Mamata Banerjee

একুশের প্রস্তুতি মঞ্চে তৃণমূল সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কান্নায় ভেঙে পড়লেন দেবাংশু ভট্টাচার্য। ছবি: পিন্টু প্রধান।

Published by: Paramita Paul
  • Posted:July 20, 2024 8:16 pm
  • Updated:July 20, 2024 9:02 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একুশে জুলাইয়ের প্রাক্কালে ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা দেবাংশু ভট্টাচার্যের। তমলুকে ভোটের প্রসঙ্গ উঠতেই দলনেত্রীর পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়লেন তিনি। বললেন, “অনেক চেষ্টা করেছি।” বাকি কথা কান্নাভেজা স্বরেই আটকে যায়। আর তখনই অভিভাবিকার মতো মমতার আশ্বাস, “তুই ভালো কাজ করেছিস। ছাব্বিশে প্রতিশোধ নিতে হবে।” একইসঙ্গে দলের হয়ে সোশাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন তিনি।

প্রতি বছরের মতো এবছরও একুশের সভার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় উপস্থিত হন মমতা। সেখানে বসে খানিকক্ষণ খোশ গল্পও করেন। সেখানেই দলনেত্রীর সঙ্গে কথা বলতে আসেন অনেকে। তাঁর মধ্যে ছিলেন তৃণমূলের রাজ্য আইটি সেলের ইনচার্জ দেবাংশু-ও। পায়ের কাছে বসে দলনেত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। কথা শেষে মমতার কোলে মাথা রেখে কেঁদে ফেলেন তিনি। কী হয়েছিল দুজনের মধ্যে?

Advertisement

[আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক, রাজ্যজুড়ে আলুর জোগানে টান]

সূত্রের দাবি, তৃণমূলের সোশাল মিডিয়ার সক্রিয়তা নিয়ে দেবাংশুকে প্রশ্ন করেন মমতা। জানতে চান, “সিপিএম সোশাল মিডিয়ায় কুৎসা করছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম কী করছে?” সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশুকে আরও অ্যাক্টিভ হতে বলেন। দেবাংশুর দাবি, “সিপিএমের অনেক আর্থিক বল আছে। ওদের সঙ্গে ওখানেই পেরে উঠছি না।”

সেই সঙ্গে তমলুকের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ ওঠে। জবাবে কেঁদে ফেলেন দেবাংশু। জানান, “অনেক চেষ্টা করেছি।” অভিভাবকের মতো তাঁর পাশে দাঁড়িয়ে মমতা বলেন, “আমি জানি ওরা সব কিনে নিয়েছিল, ওদের টাকা অনেক।” এর পরই দলের ‘সৈনিক’কে দলনেত্রীর উৎসাহবার্তা, “তুই ভালো কাজ করেছিস। ছাব্বিশে প্রতিশোধ নিতে হবে।”

[আরও পড়ুন: ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশ, পরিস্থিতি জানতে স্বরাষ্ট্রমন্ত্রকে যোগাযোগ ‘সতর্ক’ নবান্নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement