সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। যাদবপুরের গোলমালে পড়ুয়া কীভাবে আহত হয়েছেন তা নিয়ে দাবি, পাল্টা দাবিতে তুঙ্গে টানাপোড়েন।সোমবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেন, গাড়ির তলায় চাপা পড়েই জখম হন যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। তা নিয়ে মঙ্গলবার ফের সরব হয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি, ভুয়ো ছবি দেখিয়ে বাম ও অতিবাম সংগঠনগুলি মিথ্যাচার করছে। সঙ্গে আহত ছাত্র ঘোষিত মাওবাদী বলে কিছু তথ্য প্রমাণও তুলে ধরেছেন তিনি।
শনিবার ওয়েবকুপার সম্মেলনের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা। সেই ঘটনায় আহত হন কয়েকজন পড়ুয়াও। তারপরই এসএফআই কয়েকটি ভিডিও, ছবি দেখিয়ে দাবি করে, শিক্ষামন্ত্রীর গাড়ি তলায় পড়ে আহত হয়েছেন ইন্দ্রানুজ রায় নামের পড়ুয়া। তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা।
এরপরই ছবি দেখিয়ে দেবাংশু দাবি করেছেন, ছবিগুলো সাজানো, ভুয়ো। স্কুটারে হোঁচট খেয়ে আহত হয়েছেন ইন্দ্রানুজ। তাঁর দাবি, গাড়ির চাকা চোখের উপর থেকে গেলে আশেপাশের হাড় ভাঙতো। তাছাড়া মাথা থেঁতলে যাওয়ারও কথা। তবে সোমবার সাংবাদিক বৈঠকে ফ্রেম বাই ফ্রেম শট দেখিয়ে, দেবাংশু ভট্টাচার্যর তত্ত্ব খারিজ করেন সৃজন।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই তত্ত্বের পালটা দিলেন দেবাংশু। ভুয়ো ছবি দেখিয়ে বাজার গরম করা হচ্ছে বলে দাবি করে তিনি ফের জানান, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ইন্দ্রানুজের চাপা পড়ার ছবিটি ভুয়ো। একটি ছবি হাতে তাঁর ব্যাখা, “পড়ুয়া আড়াআড়িভাবে পড়ে রয়েছেন। সিপিএম, এসএফআইয়ের দাবি, তার উপর থেকে গাড়ি গিয়েছে, এটা কী ভাবে সম্ভব? যে ভিডিও থেকে এই ছবিটা নেওয়া হয়েছে, সেই ভিডিওটা কই? কারণ আমি জানি সেই দিনের কোনও ঘটনার স্টিল ছবি তোলা হয়নি।”
তিনি আরও বলেন, “এসএফআই আরও বলছে আহত পড়ুয়ার চোখের উপর দিয়ে গাড়ির চাকা গিয়েছে, যদি তাই নয় তাহলে কপাল, নাকের হাড় ভাঙার কথা। তা হয়নি, ইন্দ্রানুজের চোখের কাছে আঘাত লেগেছে। তাছাড়া গাড়ি চোখের উপর থেকে গেলে মাথা থেঁতলে যেত।”
পাশাপাশি ইন্দ্রানুজের ফেসবুক প্রোফাইলের একটি পোস্ট দেখিয়ে তিনি বলেছেন, ইন্দ্রানুজ ঘোষিত মাওবাদী। কারণ হিসাবে পোস্টে লেখা ‘মাওবাদ দীর্ঘজীবী হোক’ লাইনটি তুলে ধরেছেন দেবাংশু। তারপরই একটি ভিডিও দেখিয়ে এই তৃণমূল নেতা দেখান, ইন্দ্রানুজ এসএফআইয়ের বিরুদ্ধে বিদ্বেষগার করছেন। সেই এসএফআই এখন তাঁর হয়ে হল্লা করছে।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাযের মৃত্যুর পর তাঁকে আক্রমণ করে ইন্দ্রানুজের একটি পোস্ট তুলে ধরেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.