Advertisement
Advertisement
Kolkata

খাস কলকাতায় খাল থেকে উদ্ধার যুবকের দেহ, অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Dead body of young man found, family alleges kidnap and murder | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 12, 2024 12:19 pm
  • Updated:January 12, 2024 1:32 pm  

রমেন দাস: খাস কলকাতায় (Kolkata) খাল থেকে উদ্ধার যুবকের দেহ। অপহরণ করে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিশ।

শুক্রবার সকালে চৌবাগা খালে উদ্ধার মুকুন্দপুরের উনিশ বছরের যুবক বিশ্বজিৎ মণ্ডলের মৃতদেহ। গত ৯ জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোর মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়ান তিনি। এর পর ওই যুবকরা বিশ্বজিৎকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফে।

Advertisement

[আরও পড়ুন: বগটুইয়ের ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালনের মৃত্যু]

বিশ্বজিতের আত্মীয়দের দাবি, ৯ তারিখ রাতে ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির গিয়েছিলেন বিশ্বজিৎ। রাত সাড়ে ৯টা নাগাদ পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় যান তিনি। সেখানে মদ্যপানও করেন। রাতের দিকে রাস্তায় এক যুবতীর সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ, বচসার পরই ওই যুবতীর সঙ্গীরা গভীর রাতে অপহরণ করে বিশ্বজিৎকে। বন্ধুরাও খুঁজে পায়নি ওই যুবককে। তার পর দু দিন খোঁজ মেলেনি। শনিবার সকালে চৌবাগা খালে তাঁর দেহ উদ্ধার হয়। 

[আরও পড়ুন: পাঞ্জাব-মহারাষ্ট্রে পেট্রল পাম্পে লম্বা লাইন, জ্বালানি সংগ্রহে মরিয়া মানুষ, কেন?]

শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান চৌবাগা খালে একটি দেহ ভেসে উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ (Kolkata Police)। শুরু হয়েছে তদন্ত। পুলিশ দেহটি উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement