Advertisement
Advertisement

ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরের পিছনে উদ্ধার পচাগলা দেহ, শহরে চাঞ্চল্য

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷

Dead body found IN  Forward Block party office at Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 9, 2018 4:56 pm
  • Updated:September 9, 2018 4:56 pm  

অর্ণব আইচ: গত কয়েকদিন ধরে দুর্গন্ধ বেরোচ্ছিল৷ কিন্তু, বিষয়টি নিয়ে কেউ নিয়ে মাথা ঘামাননি৷ রবিবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউতে ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরের পিছন থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ৷ মৃতের পরিচয় জানা যায়নি৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত সাতদিন আগে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির৷ তদন্তে বউবাজার থানার পুলিশ৷

[ কলকাতা থেকে গ্রেপ্তার মণিপুরের নিষিদ্ধ সংগঠনের প্রধান, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র]

Advertisement

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের হেমন্ত বসু সরণিতে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তর৷ এই দপ্তরেই থাকতেন দলের প্রবাদপ্রতীম নেতা অশোক ঘোষ৷ রবিবার সকালে পার্টি অফিসের পিছনের পাঁচিলের ধার থেকে উদ্ধার হল পচাগলা মৃতদেহ৷ ফরওয়ার্ড ব্লকের কর্মীরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সদর দপ্তরে ঢুকলেই দুর্গন্ধ পাচ্ছিলেন তাঁরা৷ কিন্তু বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামাননি৷ ভেবেছিলেন, ইঁদুর বা অন্য কোনও প্রাণী হয়তো মারা গিয়েছে৷ রবিরার সকালে ফরওয়ার্ড ব্লকের দপ্তরে সাফাইয়ের কাজ চলছিল৷ পিছনে পাঁচিলের ধারে পচাগলা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন এক সাফাইকর্মী৷ তড়িঘড়ি খবর দেওয়ার ফরওয়ার্ড ব্লক নেতাদের৷ ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত সাতদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ মৃত ব্যক্তির পরিচয় কী? তিনি ফরওয়ার্ড ব্লকে অফিস চত্বরে ঢুকলেনই বা কী করে? তা খতিয়ে দেখছে পুলিশ৷ জানা গিয়েছে, সদর দপ্তরের পিছনে একটি ঘরে ফরওয়ার্ড ব্লকের পতাকা, ফেস্টুন রাখা থাকে৷ ওই ঘরে নেতাজির একটি মূর্তিও আছে৷ ঘরের দরজা ও পাঁচিলের মাঝে একটি সরুগলিতে মৃতদেহটি পড়েছিল৷ ফরওয়ার্ড ব্লক কর্মীদের দাবি, সেখানে সচরাচর কেউ যান না৷

[ কাকতালীয় হলেও সত্যি, মঙ্গলবারেই সূচনা ও সমাপ্তি মাঝেরহাট সেতুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement