Advertisement
Advertisement
DC South Akash Magharia faces assault charge

WB BY-Election: প্রিয়াঙ্কা টিবরেওয়ালের শ্লীলতাহানির অভিযোগ পুলিশকর্তার বিরুদ্ধে, কমিশনে চিঠি বিজেপির

বৃহস্পতিবার ভবানীপুরে অশান্তির পরই কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির।

DC South Akash Magharia faces assault charge levelled by BJP candidate Priyanka Tibrewal
Published by: Sayani Sen
  • Posted:September 24, 2021 7:45 pm
  • Updated:September 24, 2021 8:04 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার (Akash Maghariya) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব বিজেপি। অভিযোগ, ভবানীপুরে বিজেপি নেতার মৃতদেহ নিয়ে যাওয়া ঘিরে অশান্তির সময় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের শ্লীলতাহানি করেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করেছেন ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) বিজেপি প্রার্থী। এই অভিযোগকে হাতিয়ার করেই নির্বাচন কমিশনে চিঠি বিজেপির। অবিলম্বে পুলিশ আধিকারিককে সরানোর দাবিও জানিয়েছে গেরুয়া শিবির।

বুধবারই নার্সিংহোমে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মগরাহাটের বিজেপি নেতা মানস সাহার। অভিযোগ, ভোটের ফলাফল প্রকাশের পর গত ৩ মে তাঁর উপর হামলা হয়। মাথায় আঘাত নিয়ে তিনি হাসপাতালে ভরতি ছিলেন বেশ কয়েকদিন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও অসুস্থ হওয়ায় দিনকয়েক আগে ফের হাসপাতালে ভরতি হন তিনি। বুধবার তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য ছিল।

Advertisement

[আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেস অপহরণের মূল চক্রী ছত্রধর মাহাতোই! চার্জশিট পেশ করল NIA]

ওইদিন মানস সাহার দেহ নিয়ে ভবানীপুরে যান রাজ্য বিজেপির (BJP) নেতানেত্রীরা। ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ আরও অনেকেই। ভবানীপুরে দেহ নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। এই ঘটনায় শুক্রবার সকালে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, জ্যোতির্ময় সিং মাহাতো, অর্জুন সিং ও বেশ কয়েকজন বিজেপি কর্মী।

ভবানীপুরে মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে বিক্ষোভের মাঝে কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া তাঁর শ্লীলতাহানি করেন বলেই অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal)। এই মর্মে নির্বাচন কমিশনে চিঠিও পাঠায় বিজেপি। তাঁকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানায় গেরুয়া শিবির। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের পাশাপাশি নয়া রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও পুলিশের আচরণের তীব্র বিরোধিতা করেন।

[আরও পড়ুন: WB By-Election: ভবানীপুর উপনির্বাচন নিয়ে শুনানি শেষ, কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement