Advertisement
Advertisement
Behala

বেহালা চৌরাস্তায় সানার গাড়িতে বাসের ধাক্কা, দুর্ঘটনার পর কেমন আছেন সৌরভকন্যা?

দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা গঙ্গোপাধ্যায়। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

Daughter of Sourav Ganguly met an accident at Behala, how is she now?
Published by: Sucheta Sengupta
  • Posted:January 3, 2025 9:19 pm
  • Updated:January 3, 2025 10:08 pm  

অর্ণব আইচ: ভর সন্ধেবেলা বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। এদিন সন্ধ্য়ায় ডায়মন্ড হারবার রোড ধরে নিজের গাড়ি করে বেহালার দিকে যাচ্ছিলেন তিনি। আচমকাই একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সানার গাড়িতে। থেমে যায় গাড়িটি। তাঁর কোনও ক্ষতি না হলেও গাড়িটি দুমড়ে গিয়েছে। দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা। তবে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয় বাসের চালককে। সঙ্গে সঙ্গে সানাকে উদ্ধার করা হয়। তাঁর মানসিক অবস্থা যেমন, তাতে তাঁকে ভয়মুক্ত করেন বাড়ি পৌঁছে দেয় পুলিশ। এই দুর্ঘটনার পর ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট তৈরি হয়। 

ঠিক কী ঘটেছিল? এদিন সন্ধ্যায় সৌরভের পরিবার সূত্রে খবর, বেহালা চৌরাস্তার কাছে দুটি বেসরকারি বাস রেষারেষি করছিল। সেই সময় সানার গাড়িও সেখান দিয়ে যাচ্ছিল। রেষারেষির জেরে সানার গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। কিন্তু বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সানা, তিনি একেবারেই অক্ষত। তবে তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেসরকারি বাসের চালককে আটক করে। সানাকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।

Advertisement

সৌরভকন্যা সানা এই মুহূর্তে বেশিরভাগ সময় থাকেন লন্ডনে। সেখানেই তাঁর পড়াশোনা এবং কর্মজীবন।সঙ্গে বেশিরভাগ সময় থাকেন মা ডোনা গঙ্গোপাধ্যায়। মাঝেমধ্যে কলকাতায় আসেন সানা। এবার নববর্ষে উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন। কলকাতার রাস্তায় বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন। নিজে অক্ষত থাকলেও এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত সানা। তাঁর ভয় কাটাতে সর্বক্ষণ পাশে থাকছেন পরিবারের সদস্যরা। দুর্ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি গঙ্গোপাধ্যায় পরিবারের কোনও সদস্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement