Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব জ্যোতিপ্রিয়কন্যা

আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

Daughter of Jyotipriya Mallick is recruited new secretary of WBCHSE | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:August 2, 2023 4:08 pm
  • Updated:August 2, 2023 4:40 pm

দিপালী সেন: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। গত ৩১ জুলাই সচিব নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বুধবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, প্রিয়দর্শিনী মল্লিক আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তবে মন্ত্রীকন্যা এখনও নিয়োগের বিজ্ঞপ্তির প্রতিলিপি হাতে পাননি বলেই জানিয়েছেন। তবে শিক্ষাদপ্তরের এহেন গুরুত্বপূর্ণ পদে মন্ত্রীকন্যাকে নিয়োগ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন নুসরত জাহান]

জানা গিয়েছে, ইতিপূর্বে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন তাপসকুমার মুখোপাধ্যায়। ২০১৭ সালে সরকারি চাকরি অবসর নিয়েছিলেন তিনি। তারপর রাজ্য সরকার তাঁকে এক্সটেনশন দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২১ সালের  ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে পাকাপাকিভাবে নিয়োগ করা হয়। আরও মাস ছয়েক তাঁর এপদে থাকার কথা। কিন্তু নিজেই পদ থেকে অব্যাহতি চান। চিঠি দিয়ে তিনি জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি পরবর্তী বছর উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে। ঠিক তার আগে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি দায়িত্ব ছাড়লে সমস্যা হতে পারে বলে মনে করেছিলেন সচিব। তাঁর আবেদন মেনে সচিব পদের জন্য নতুন নাম ঘোষণা করল রাজ্য। 

[আরও পড়ুন: কেন্দ্রীয় ‘বঞ্চনা’র প্রতিবাদ, ৫ তারিখের বদলে আগামী ৬ আগস্ট পথে নামবে তৃণমূল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement