Advertisement
Advertisement
Daribhit Incident

দাড়িভিট কাণ্ড: আদালত অবমাননার রুলকে চ্যালেঞ্জ, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

৪ দিন আগেই উচ্চ আদালত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিআইজি-সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।

Daribhit Incident: WB govt appeals at Calcutta HC division bench on Daribhit

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 19, 2024 1:17 pm
  • Updated:March 19, 2024 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাড়িভিট কাণ্ডে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও দাড়িভিট কাণ্ডে গত ১০ মাসেও NIA তদন্ত শুরু না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিআইজি-সিআইডির (DIG, CID) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চায় রাজ্য সরকার। সূত্রের খবর, সেই অনুমতি মিলেছে। তার পরই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হল রাজ্যের তরফে। ৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

গত ১৫ তারিখ দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননার রুল (Contempt of Court) জারি হল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। ৬ বছর আগে উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডে আদালতের নির্দেশ সত্ত্বেও ১০ মাস পর কেন শুরু হয়নি এনআইএ (NIA) তদন্ত? এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্ট আদালত অবমাননার রুল জারি করেছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও সিআইডি-র এডিজির বিরুদ্ধেও তা জারি করেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশ দেন, পরবর্তী শুনানির দিন তাঁদের সশরীরে হাজির হয়ে জানাতে হবে, কেন তাঁরা আদালতের নির্দেশ সত্ত্বেও এনআইএ তদন্ত শুরু করেননি।

Advertisement

[আরও পড়ুন: ড্রেসিংরুমে বসেই সিগারেটে সুখটান পাক ক্রিকেটারের! ‘পাকিস্তান স্মোকিং লিগ’, তোপ নেটদুনিয়ার]

ঘটনা বছর ছয় আগের। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উর্দু নয়, বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) দাড়িভিটে ছাত্র বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত্যু হয় ২ ছাত্রের। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের নির্দেশে সিআইডি এই মামলার তদন্তভার গ্রহণ করে। কিন্তু রাজ্য গোয়েন্দা সংস্থার কাজে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিহতদের পরিবার এনআইএ তদন্তের দাবি তোলে। তা নিয়েই উচ্চ আদালতের পরবর্তী পদক্ষেপ।

[আরও পড়ুন: ভালো পারফরম্যান্সের পুরস্কার, কেন্দ্রীয় চুক্তিতে এলেন সরফরাজ-ধ্রুব

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement