Advertisement
Advertisement
DA protest

১৯-এ মহামিছিল কলকাতায়, DA-র দাবি না মানলে সরকারি অফিসে ‘অচলাবস্থা’, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

ফের এই দাবিতে রাস্তায় নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিল করবে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার দাবি জানিয়েছেন।

DA protesters to stage mega rally in Kolkata, threatens strike | Sangbad Pratidin

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

Published by: Paramita Paul
  • Posted:January 15, 2024 5:34 pm
  • Updated:January 15, 2024 5:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ নয়, ৪০ শতাংশ হারেই চাই মহার্ঘ ভাতা বা ডিএ। ফের এই দাবিতে রাস্তায় নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিল করবে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার দাবি জানিয়েছেন। সেই দাবি পূর্ণ না হলে লাগাতর অনশনের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। শুধু তাই নয়, সরকারি অফিসেও অচলাবস্থা তৈরির হুঁশিয়ারিও দিয়ে রাখলেন।

গত মাসেই ৪ শতাংশ হারে ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু তবু আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র পার্থক্য ৩৬ শতাংশের বেশি। কেন্দ্রের হারেই ডিএ-র দাবিতে ১৯ জানুয়ারি কলকাতায় রাস্তায় নামছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। শিয়ালদহ ও হাওড়া থেকে মিছিল আসবে শহিদ মিনার পর্যন্ত। ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবি জানিয়েছেন তাঁরা। মঞ্চের আহ্বায়ক ভাস্কর বসু জানিয়েছেন, “এর আগে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেছি।কিন্তু কোনও লাভ হয়নি। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। উনি এসে সমস্যা মেটান।” দাবি না মানলে লাগাতার অনশন শুরু হবে।

Advertisement

[আরও পড়ুন: জনতার সাহায্য করা দরকার, সেনা সরাতে মালদ্বীপের চাপের মুখেও মানবদরদি ভারত]

শুধু অনশন নয়, সরকারি অফিসে অচলাবস্থা তৈরির হুঁশিয়ারিও দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আর এই পরিস্থিতির জন্য খোদ মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন বলেও দাবি করেছেন তাঁরা। উনিশের মহামিছিলে চাকরির জন্য আন্দোলনরতদেরও যোগ দেওয়ার ডাক দিয়েছিলেন ভাস্কর বসুরা। নিয়োগপ্রার্থীরা জানিয়েছেন, আন্দোলনের পাশে আছেন তবে মিছিলে পা মেলাবেন না। এ প্রসঙ্গে এসএলএসটি চাকরিপ্রার্থী শহিদুল্লা জানিয়েছেন, “নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দুদফা ইতিবাচক বৈঠক হয়েছে। যে কোনও ন্যায্য দাবির জন্য আন্দোলনের পাশে আছি। তবে মিছিলে হাঁটব না।”

[আরও পড়ুন: যুব ব্রিগেডের সাফল্য, সিপিএমে দলীয় সদস্যপদে অগ্রাধিকার পাবেন ৩১ বছরের কমবয়সিরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement