সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোর রাতে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগুইআটি এলাকায়। দমকলের তৎপরতায় ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসনের একটি ফ্ল্যাট। অগ্নিকাণ্ডের ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও আবাসিকদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
জানা গিয়েছে, বৃহ্স্পতিবার ভোররাতে আচমকা বিকট শব্দে ঘুম ভাঙে বাগুইআটির ওই আবাসনের বাসিন্দাদের। ঘর থেকে বের হতেই তাঁরা দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিপাশ। এরপর বোঝা যায়, আবাসনের ১ তলার একটি ফ্ল্যাট থেকে আগুন বের হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটে আটকে পরা ২ আবাসিককে জখম অবস্থায় উদ্ধার করে। এরপর দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্ল্যাটটি। সেই সঙ্গে ওই আবাসনের উলটো দিকের ফ্ল্যাটেরও সামান্য ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটির গ্যাসের সিলিন্ডার লিক হওয়ায় গ্যাস বের হচ্ছিল। কিন্তু পরিবারের সদস্যরা তা বুঝতে পারেননি। সারারাত ঘরের সমস্ত জানলা দরজাও বন্ধ ছিল। ফলে ভোর রাতে ধূমপানের জন্য দেশলাই জ্বালাতেই আগুন ধরে যায়। যদিও সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা কি না, তা এখনও নিশ্চিত করেনি দমকল আধিকারিকরা। আগুন নিভলেও এখনও আগুন আতঙ্ক তাড়া করছে আবাসনের বাসিন্দাদের।
ছবি: পঙ্কজ বিশ্বাস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.