Advertisement
Advertisement

সাইক্লোন ‘ভারদা’র প্রভাবে পারদ চড়বে কলকাতাতেও

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷

Cyclone Vardah had formed in the Southeast Bay of Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 10:29 am
  • Updated:May 30, 2023 1:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশার দাপটে গতি হারাচ্ছে ‘শীত এক্সপ্রেস’! কলকাতার পারদ দাঁড়িয়ে রইল সেই চোদ্দোতেই৷ রাজ্যের কয়েকটি জেলায় পারদ দশের নিচে নামলেও আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঠান্ডা কিছুটা কমছে বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাইক্লোন ‘ভারদা’ আজ চেন্নাই উপকূলে আছড়ে পড়তে পারে৷ এর প্রভাবেই আংশিকভাবে মেঘাচ্ছন্ন হয়ে পড়বে দক্ষিণবঙ্গের আকাশও৷ ফলে, পারদ সামান্য হলেও চড়বে৷ ভারদার প্রভাব পড়বে কলকাতাতেও৷ তবে চলতি সপ্তাহেই ফের পারদ নিচে নামবে৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷

(ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ভারদা’, উপকূলে চরম সতর্কতা জারি)

Advertisement

এদিনও প্রবল কুয়াশায় উত্তর ভারত বা উত্তরবঙ্গ থেকে এ রাজ্যে আসা প্রায় সব ট্রেনই দেরিতে চলছে৷ ১০ থেকে ২৪ ঘণ্টা লেট! বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন৷ স্বভাবতই হাওড়া-শিয়ালদহ থেকে উত্তরগামী ট্রেনগুলির সময়সূচির পরিবর্তন হয়েছে৷ চরম ভোগান্তি হয়েছে যাত্রীদের৷ সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী দিল্লি ও উত্তরবঙ্গ৷ আড়মোড়া ভেঙে উঠে এদিনও ফের সেই কুয়াশামোড়া সকাল দেখল রাজধানী৷ দিল্লি-সহ উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট অব্যাহত। ব্যাহত হয়েছে রেল ও বিমান পরিষেবাও। শুধু দিল্লিতেই দেরিতে চলছে ৮২টি ট্রেন। ২৩টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে বলে খবর পিটিআইয়ের। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে ৩টি আন্তর্জাতিক উড়ান। ৫টি উড়ানের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। অন্তর্দেশীয় ২টি উড়ান বাতিল হয়েছে। ৮টি উড়ানের সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

দূষণের জেরে  রাজধানীতে কুয়াশার দাপট অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছে৷ পারদ নামতেই তাই ফিরেছে আতঙ্ক৷ গত তিন সপ্তাহের মতোই এদিনও কুয়াশার চাদরে ঢেকে ছিল সারা শহর৷ কম দৃশ্যমানতা সমস্যা তৈরি করেছে সড়ক পরিবহণেও৷ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখার পরামর্শ দিয়েছে দিল্লি পুলিশ৷ অনুরোধ করেছে দ্রুতবেগে গাড়ি না চালানোরও৷ আগামী দু’তিন দিন এই পরিস্থিতিতে কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement