Advertisement
Advertisement

এবার কসবার এটিএমে স্কিমার, গ্রাহকের তৎপরতায় বানচাল জালিয়াতির ছক

ওই এটিএম থেকে যাঁরা টাকা তুলেছেন, তাঁদের কার্ড ব্লক করার পরামর্শ দিয়েছে পুলিশ।

Customer finds schemer in a ATM at Kasba

ছবি: প্রতীকী

Published by: Tanumoy Ghosal
  • Posted:August 6, 2018 2:29 pm
  • Updated:August 6, 2018 2:46 pm

অর্ণব আইচ: একের পর এক এটিএম জালিয়াতির ঘটনায় তোলপাড় শহর কলকাতা। গোলপার্ক-সহ একাধিক জায়গায় জালিয়াতির ঘটনায় দুই রোমানিয়ানকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। আর এবার কসবায়  বেসরকারি ব্যাংকের এটিএমে স্কিমারের সন্ধান পেলেন এক গ্রাহক। খবর পেয়ে স্কিমারটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু, দু’জন রোমানিয়ান এটিএম জালিয়াত তো ধরা পড়েছে। তাহলে কসবার ওই এটিএমে স্কিমার লাগাল কে? তদন্তকারীদের সন্দেহ, শুধু ধৃতেরাই নয়, এ শহরে এটিএম জালিয়াতির সঙ্গে আরও অনেকে জড়িত। তারা এখনও স্কিমার লাগিয়ে এটিএম থেকে টাকা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে স্কিমারটি কবে লাগানো হয়েছিল, তা নিয়ে ধন্দে লালবাজারের গোয়েন্দারা।

[প্রিয়া সিনেমা হলে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু, আপাতত হল বন্ধ রাখার নির্দেশ দমকলের]

Advertisement

ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়। দক্ষিণ কলকাতা কসবার ওই এটিএম থেকে টাকা তুলে গিয়েছিলেন বেসরকারি সংস্থার এক কর্মী। তাঁর দাবি, কার্ড সোয়াইপ করার আগে তিনি কি-প্যাডের উপরের অংশে একটি ছিদ্র দেখতে পান। টান পড়তেই পুরো অংশটি খুলে আসে। ওই গ্রাহকের দাবি, যে অংশটি খুলে এসেছিল, সেই অংশে ক্যামেরা, ব্যাটারি ও মেমারি কার্ড লাগানো ছিল। সঙ্গে সঙ্গে গোটা ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষকে জানান ওই ব্যক্তি। খবর পৌঁছয় কসবা থানায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এটিএমে কার্ড সোয়াইপ করার জায়গায় স্কিমার বসানো হয়েছিল। সেটিকে উদ্ধার করা হয়েছে। এদিকে রবিবার দিনভর ওই এটিএম থেকে টাকা তুলেছেন বহু গ্রাহক। তাঁদের এটিএম ব্লক করার পরামর্শ দিয়েছেন তদন্তকারীরা।

দিন কয়েক আগেই গোলপার্কের একটি এটিএম থেকে ৩০০ জন গ্রাহকের টাকা তুলে নেওয়া হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল, সেই ঘটনায় দু’জন রোমানিয়াকে গ্রেপ্তার করেন গোয়েন্দা। কিন্তু, তারপরে আবারও এটিএমে স্কিমার বসানোর ঘটনা ঘটল। তাই এই জালিয়াতির সঙ্গে আরও অনেকেই জড়িত বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। তবে ধৃতেরা কসবার এটিএমে স্কিমার বসেছিল, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

[ রক্তচোষা জোঁকের লালায় ক্যানসার মুক্তি, রোগীকে বাঁচালেন আয়ুর্বেদিক চিকিৎসকরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement