Advertisement
Advertisement

Breaking News

জামাই

ভাড়ায় জামাই! টালিগঞ্জে দেওয়াল লিখন ঘিরে কৌতুহল তুঙ্গে

দেওয়ালে বড় করে লেখা, ‘এখানে জামাই ভাড়া পাওয়া যায়৷’

Curiuosity sparks over an advertisement at wall about Jamai Shasthi
Published by: Sucheta Sengupta
  • Posted:June 8, 2019 7:58 pm
  • Updated:June 8, 2019 7:58 pm  

সুলয়া সিংহ: ভাড়ায় আজকাল কী না হয়? একদিনের জন্য কিছু একটা অপ্রয়োজনীয় জিনিস দরকার৷ কিনবেন কি না ভাবতে ভাবতেই মুশকিল আসান৷ শোনা গেল, একদিনের জন্য সেটা ভাড়াই করতে পারেন৷ ব্যাস, কেনাকাটার ঝক্কি আর রইল না৷ সমস্যার চটজলদি সমাধানে ভাড়ার জুড়ি নেই৷

[ আরও পড়ুন: আগুন দেখে মধ্যরাতে কালী মাসির চিৎকার, বাঁচল ২৩টি প্রাণ]

কিন্তু তা’বলে জামাই? জামাইষষ্ঠীর আগে তাও ভাড়ায় পাওয়া যায়! শুনে চমকে গেলেও, এটাই সত্যি৷ অন্তত দক্ষিণ কলকাতার এক জমজমাট এলাকার দেওয়াল লিখনে সেকথাই স্পষ্ট৷ মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন থেকে যাদবপুর এইট-বি যাওয়ার অটোস্ট্যান্ডের কাছে একটি প্রাচীর ঘেরা এলাকা৷ ইটের গাঁথুনির ফাঁকে আচমকাই চোখ টেনে নিল একটি লেখা৷ চক দিয়ে বড় বড় করে বাংলায় লেখা, এখানে জামাই ভাড়া পাওয়া যায়৷ এরপর ব্র্যাকেটে লেখা, ডিলার আছে৷ তবে কোনও নাম বা যোগাযোগের কোনও নম্বর বা ঠিকানা লেখা নেই৷ কিন্তু এই কয়েকটা শব্দই চোখ টানতে বাধ্য করে৷ বিশেষত জামাইষষ্ঠীর আগে৷ আশেপাশের মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল, ওই দেওয়ালে আগে এমন কোনও বিজ্ঞাপনী লেখা ছিল না৷ রাতারাতিই কেউ বা কারা এরকম একটি লেখা খোদাই করেছে৷

Advertisement

এখন প্রশ্ন হল, কারা এমন করল? করলই যদি তাহলে কোনও যোগাযোগের নম্বর নেই কেন? নাকি নিছকই মজা করার জন্য দেওয়ালে এমন একটি চমকপ্রদ লেখা? এসব প্রশ্নের উত্তর পাওয়া সহজ নয়৷ কিন্তু এর নেপথ্যে যে সামাজিক, মনস্তাত্বিক বিষয়টি কাজ করছে, তা ভাবার মতো৷ আজকের জেটযুগে বাঙালির প্রথা-পার্বণ পালনে অনেকটাই কাটছাঁট হয়েছে৷ সবসময় উপযুক্ত উপলক্ষও মেলে না৷ হয়তো জামাইষষ্ঠী বিষয়টি কারও কারও উদযাপন করার সুযোগ থাকে না নানা কারণে৷ অথচ আশেপাশের আচার-অনুষ্ঠান দেখে সুপ্ত বাসনাও থেকে যায় এমন একটি উৎসব পালনের৷ তবে কি তাদের সেই আবেগ উসকে দিতেই জনৈক অজ্ঞাতপরিচয়ের এমন একটি বিজ্ঞাপন? যেখানে স্পষ্ট ইঙ্গিত, বাস্তবে জামাই না থাকলেও, জামাইষষ্ঠী থেকে বঞ্চিত হওয়ার কিছু নেই৷ কারণ, ‘এখানে জামাই ভাড়া পাওয়া যায়৷’

[ আরও পড়ুন: শহরের বাতাস পরিশুদ্ধ করতে বিশ্বমানের এয়ার পিউরিফায়ার বসাবে কলকাতা পুরসভা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement