Advertisement
Advertisement

Breaking News

সাঁতার শিখতে গিয়ে ডুবে মৃত্যু ছাত্রীর

সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ছাত্রীর৷ মৃত ছাত্রীর নাম সঙ্গীতা দাস (২২)৷ মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে হেদুয়ার একটি সুইমিং পুলে৷

Cu student drowned while learning swimming lesson at hedua park
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 12:16 pm
  • Updated:May 31, 2016 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ছাত্রীর৷ মৃত ছাত্রীর নাম সঙ্গীতা দাস (২২)৷ মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে হেদুয়ার একটি সুইমিং পুলে৷

পরিবার সূত্রে খবর, আজাদ হিন্দ বাগ মহিলা সমিতির তত্ত্বাবধানে হেদুয়া পার্কের ওই সুইমিং পুলে সাঁতার শিখতে যেত বছর বাইশের তরুণী সঙ্গীতা৷ গিরিশ পার্ক থানা এলাকার রামতনু বোস লেনের বাসিন্দা সঙ্গীতা সপ্তাহ দুয়েক ধরে ওই পুলে সাঁতার শিখতে যেত৷ সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএসসি-র ছাত্রী ছিল বলে জানা গিয়েছে৷ এদিনও অন্যদিনের মতো সাঁতার শিখতে গিয়েছিল সে৷ এদিন সকালে পুলে সাঁতার কাটতে নামা অন্য শিক্ষার্থীরা উঠে এলেও জল থেকে ওঠেনি সঙ্গীতা৷ সাঁতার শিখতে গিয়ে পুলে তলিয়ে যায় সে৷ সকাল সাড়ে ৬টা নাগাদ পুলের নিচ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে৷ ক্লাবের সংগঠকরা এবং সঙ্গীতার সঙ্গে আসা এক মহিলাই জল থেকে টেনে তোলে ওই ছাত্রীকে৷ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন৷ সঙ্গীতার পরিবারের অভিযোগ, প্রশিক্ষক না থাকার কারণেই ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর৷ পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর ক্লাবে তালা ঝুলিয়ে চম্পট দিয়েছে ওই প্রশিক্ষণ কেন্দ্রের কর্তারা৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement