Advertisement
Advertisement

Breaking News

CPM

বিজেপি বিরোধী জোটে তৃণমূল নিয়ে অবস্থান ঠিক করতে বৈঠক শুরু সিপিএম কেন্দ্রীয় কমিটির

তৃণমূল সম্পর্কে সিপিএমের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দলের অন্দরে।

CPM's Central Committee meet to discuss their position on TMC regarding anti BJP alliance | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 22, 2021 11:40 am
  • Updated:October 22, 2021 11:42 am  

বুদ্ধদেব সেনগুপ্ত: জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটে থাকা নিশ্চিত। কিন্তু রাজ্যের ক্ষেত্রে তৃণমূল (TMC) সম্পর্কে অবস্থান ঠিক করতে গিয়ে বিতর্কে নামছে সিপিএম (CPM)। আজ, শুক্রবার থেকে দিল্লিতে তিনদিনের কেন্দ্রীয় কমিটির (Central Committe) বৈঠকের আলোচনায় তৃণমূল নিয়ে অবস্থান স্থির করতে একাধিক মতামত ঘুরেফিরে আসবে বলে মনে করা হচ্ছে। বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে পার্টির রাজনৈতিক রণকৌশলের লাইন নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

আগামী বছর এপ্রিলের তৃতীয় সপ্তাহে কেরলের (Kerala) কান্নুরে হবে সিপিএমের পার্টি কংগ্রেস। তার আগে জানুয়ারিতে শেষ কেন্দ্রীয় কমিটির বৈঠক। আর এবার, শুক্রবার থেকে তিনদিনের বৈঠকে পার্টির রাজনৈতিক ও সাংগাঠনিক খসড়া প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনায় বসছে কেন্দ্রীয় কমিটি। সেক্ষেত্রে দেশজুড়ে বিজেপি বিরোধী (Anti BJP) যে জোট গঠন হবে, তার পক্ষে সওয়াল করেই প্রস্তাব রাখা নিশ্চিত। পার্টির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই তা স্পষ্ট করেছে।

Advertisement

[আরও পড়ুন: মালিকের ৫০ লক্ষ টাকা চুরি চালকের, বেশিরভাগ অর্থই উদ্ধার করল ভবানীপুর থানার পুলিশ]

তবে জটিলতা রয়েছে রাজ্যভিত্তিক অবস্থান নিয়ে। যেমন কেরল ও ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক দানা বাঁধার সম্ভাবনা প্রবল। তেমনই বাংলায় তৃণমূলকে নিয়ে আলিমুদ্দিনের অবস্থান ঠিক করতে বিতর্ক হবে। কেরলে কংগ্রেস চিরকালই সিপিএমের প্রধান শত্রু। সর্বভারতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে থাকলে কেরলে সমস্যায় পড়তে হবে। আবার ত্রিপুরায় (Tripura) বর্তমানে বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হলেও কোনওদিনই কংগ্রেসের সঙ্গে সদ্ভাব ছিল না, এখনও নেই। সেখানেও নতুন করে মানুষের কাছে জবাবদিহি করার প্রশ্ন থাকবে। আর সর্বভারতীয় স্তরে তৃণমূলের সঙ্গে বিজেপি বিরোধী জোটে থাকলে রাজ্যে বিরোধিতা নিয়ে জনমানসে প্রশ্ন উঠবে। আবার রাজ্যে শাসকদলের সঙ্গে দূরত্ব কমালেও পার্টির অন্দরে মতানৈক্য তৈরি হতে পারে।

[আরও পড়ুন: তৃণমূলের নজরে গোয়া, সংগঠন বাড়াতে চলতি মাসেই সফরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়]

তাই আগেভাগেই রাজ্যে বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরোধিতার লাইনে হাঁটার পক্ষে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সওয়াল করার সিদ্ধান্ত নিয়ে রেখেছে বঙ্গ সিপিএম। কিন্তু অন্য রাজ্যের প্রতিনিধিরা যদি তৃণমূলের পাশে থাকার পক্ষে সওয়াল করে, তাহলে বেকায়দায় পড়তে হবে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের। এই পরিস্থিতিতে বৈঠকের একদিন আগেই দিল্লি পৌঁছে অন্য রাজ্যের দলীয় নেতৃত্বের বঙ্গ ব্রিগেড কথা বলে রাখছে বলে সূত্রের খবর। এই বৈঠকে পার্টির ভবিষ্যত রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনার পর আগামী বৈঠকে তা চূড়ান্ত হবে। তারপরেই খসড়া প্রস্তাবের উপর জনগণের মতামত নিতে জনসমক্ষে আনা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement