Advertisement
Advertisement

Breaking News

Minakshi Mukherjee

কেন ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীকে নিয়ে শুধুই ব্যক্তি প্রচার? ক্ষোভের ঝড় সিপিএমের যুব ফ্রন্টে

এবার প্রবল ক্ষোভের ঝড় পার্টির অভ্যন্তরে!

CPM youth front fumes over publicity of Minakshi Mukherjee
Published by: Sayani Sen
  • Posted:February 26, 2025 8:21 pm
  • Updated:February 26, 2025 8:21 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সিপিএম যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন করে আগামী দিনগুলিতে এগনোর কথা ভাবছে, তাঁকে নিয়েই এবার প্রবল ক্ষোভের ঝড় পার্টির অভ্যন্তরে! সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই থেকেই মীনাক্ষীকে নিয়ে প্রশ্ন উঠছে। যেখানে কমিউনিস্ট পার্টি ব্যক্তিনির্ভরতা নয়, দলগত ভাবে চলে, সেখানে পার্টির নীতির বিপরীতে হেঁটে ডানকুনির সমাবেশে মীনাক্ষীর ছবি দেওয়া বড় বড় কাটআউট লাগানোয় তীব্র ক্ষোভ বঙ্গ সিপিএমের যুব ফ্রন্টে। কেন ব‌্যক্তি প্রচারের রাস্তায় নেমে নির্দিষ্ট একজনকেই কেন তুলে ধরা হচ্ছে, যুব শাখার অনেকের ক্ষোভ দানা বেঁধেছে তা নিয়েই।

মীনাক্ষীর ভোটে জেতার ক্ষমতা নেই, আবার কাউকে জেতানোর জন‌্য ‘আন্তরিক’ চেষ্টাও নেই বলে দাবি বিক্ষুব্ধদের। তাঁরা বলছেন, গত লোকসভা ভোটে বর্ধমানে নিজের পাড়ায় মীনাক্ষী যে বুথের ভোটার, সেখানেই সিপিএম প্রার্থী গো-হারা হেরেছেন। আরও উল্লেখ করার মতো বিষয় হল, আলিমুদ্দিনের একাংশ মীনাক্ষীকে সামনে রেখে ‘আতিশয্য’ দেখালেও এবার রাজ‌্য কমিটিতে ছাত্র-যুব ফ্রন্ট থেকে নতুন কাউকে রাজ‌্য কমিটিতে নেওয়াই হয়নি। রাজ‌্য কমিটিকে পুরোপুরি সাদা চুলের গণ্ডির বাইরে রাখা যায়নি বলেই অভিযোগ পার্টির একাংশের।

Advertisement

ডানকুনিতে সদ‌্য শেষ হওয়া রাজ‌্য সম্মেলনের প্রথমদিন উদ্বোধনী ভাষণে পলিটবুরোর কো-অর্ডিনেটর প্রকাশ কারাত তরুণদের অন্তর্ভুক্তির বার্তা দেওয়ার পাশাপাশি ছাত্র-যুবদের পার্টিতে স্থায়ীভাবে ধরে রাখা যাচ্ছে না বলেও আলিমুদ্দিনকে তোপ দেগেছিলেন। কিন্তু এবার নয়া রাজ‌্য কমিটিতে নতুন করে ছাত্র-যুব ফ্রন্ট থেকে নেওয়া হয়নি কাউকেই। এ নিয়েও পার্টিতে অসন্তোষ রয়েছে। পার্টির একাংশ ভিতরে প্রশ্নও তুলেছে।

সূত্রের খবর, সেই চাপের মুখে পড়ে পার্টির ছাত্র সংগঠন এসএফআইয়ের বর্তমান রাজ‌্য সভাপতি প্রণয় ক‌ার্জ্যি ও সম্পাদক দেবাঞ্জন দে-কে আগামী দিনে দলের রাজ‌্য কমিটিতে আমন্ত্রিত হিসেবে নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে। পদাধিকারবলে এই দু’জনকে কমিটিতে নেওয়া বাধ‌্যতামূলকই ছিল। কিন্তু সেই নিয়ম মানা হয়নি। আবার বিতর্ক শুরু হয়েছে পার্টির যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য রাজ‌্য কমিটিতে ঠাঁই না হওয়ায়। হিমগ্ন রাজ‌্য কমিটির আমন্ত্রিত সদস‌্য ছিলেন। তাঁকে বাদ দেওয়ার সঠিক কারণ পরিষ্কার নয়।

যুব নেতা কলতান দাশগুপ্তর প্রবল বিরোধিতা করেছে কলকাতা জেলা সিপিএমের একটা লবি। মীনাক্ষীকে তুলে ধরে ব‌্যক্তি প্রচার করে তাঁকে নিয়ে আলিমুদ্দিনের অতিরিক্ত ‘লাফালাফি’তে বাকি যুব নেতারা কি ব্রাত‌্য থেকে যাচ্ছেন দলের মধ্যে? সেজন্যই তরুণ প্রজন্ম থেকে নতুন কাউকে এবার রাজ‌্য কমিটিতে অন্তর্ভুক্ত না করা নিয়ে ক্ষোভ চরমে উঠেছে সিপিএমের একাংশে। এদিকে, প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যও ক্ষুব্ধ রাজ‌্য কমিটি থেকে বাদ পড়ায়। অনেক প্রবীণকে রাখা হলেও তিনি কেন বাদ, প্রশ্ন তুলেছেন। আর অশোক-ঘনিষ্ঠ পার্টি কর্মীদের প্রশ্ন, রাজ‌্য কমিটিতে দু’বার কেউ আমন্ত্রিত সদস‌্য হয় না।

বিমান বসু ব‌্যতিক্রম, কিন্তু রবীন দেবকে দু’বার রাখা হলেও রবীনবাবুর সমবয়সী অশোককে কেন রাখা গেল না আমন্ত্রিত সদস‌্য হিসেবে? আবার সুশান্ত ঘোষের বাদ পড়া নিয়েও জেলায় তাঁর অনুগামীদের ক্ষোভ চরমে। তাঁদের বক্তব‌্য, সুশান্তর অপরাধ নিয়ে পার্টি কোনও বিবৃতি দিল না। অথচ তাঁকে বাদ দেওয়া হল রাজ‌্য কমিটি থেকে। আবার মহিলা ফ্রন্ট থেকেও সেরকম নতুন কাউকে নিয়ে আসা হয়নি রাজ‌্য কমিটিতে। এটা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে নয়া রাজ‌্য কমিটি নিয়ে পার্টিতে ক্ষোভ রীতিমতো চরমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub