রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও অর্ণব দাস: তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল সিপিএম। মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগের দলীয় তদন্ত শেষে আলিমুদ্দিনের তরফে ক্লিনচিট পেলেন তিনি। শনিবার উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে এই বার্তা দিয়েছেন সিপিএম জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী।
জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে মৃণালবাবু লিখেছেন, ‘গতকাল রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আমাদের জানিয়েছেন, আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন।’ দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তন্ময় বলেন, “আমি আগেই বলেছিলাম, এটা পরিকল্পিত কুৎসা। তবে এটা আমার আক্ষেপ যে ঘটনাটা এমন সময় ঘটল যখন আমার পার্টির একাধিক সম্মেলন চলছে। এমনকী, আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার সম্মেলনও যোগ দিতে পারিনি।”
তন্ময় জানিয়েছেন, গতকাল অর্থাৎ শুক্রবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাঁকে আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে ‘অভিভাবকে’র মতো দলের কাজ নিয়ে আলোচনা করেন। কিন্তু ঘুণাক্ষরের সাসপেনশন তোলার কথা জানাননি। বরং শনিবার জেলা সম্পাদকের মেসেজ থেকে বিষয়টি জেনেছেন বলে দাবি তন্ময়ের।
এক মহিলা সাংবাদিকের করা ফেসবুক লাইভকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত হয়েছিল অক্টোবরের শেষের দিকে। তিনি বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেদিনই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম। তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে বরানগর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয়েছে তন্ময়বাবুকে। দলের তরফেও তদন্ত করা হচ্ছিল। সেই তদন্ত শেষেই এবার তন্ময় ভট্টাচার্যকে ‘ক্লিনচিট’ দিল সিপিএম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.