রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পার্টি চালানোর ক্ষেত্রে সদস্যদের লেভি প্রদান বড় বিষয় সিপিএমে। আর সেই লেভি দেওয়া নিয়ে পার্টি সদস্যদের মধ্যেও অনীহা লক্ষ্য করছে আলিমুদ্দিন। লেভি কম দেওয়ার জন্য অনেকে পার্টিতে আয় গোপন করছেন। পার্টির রাজ্য সম্মেলনের আগে সদস্যদের লেভির আয় গোপন করার প্রবণতা কীভাবে রোখা যায়, তা নিয়ে চিন্তিত আলিমুদ্দিন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে হুগলির ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলন। তার আগে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে এরিয়া সম্মেলন শেষ হয়ে যাবে। তার পরই জেলা সম্মেলন শুরু হবে। পাশাপাশি জানুয়ারি মাস থেকে সদস্যপদের পুনর্নবীকরণ প্রক্রিয়াও শুরু হবে। কিন্তু রোজগেরে পার্টি সদস্যদের বড় একটা অংশ তাদের আয় গোপন করে লেভি কম দিচ্ছে বলে রিপোর্ট মিলেছে পার্টির শীর্ষস্তরে। কিন্তু এই প্রবণতা রোখার ওষুধ কী, তা ভেবে পাচ্ছে না রাজ্য সিপিএম। অনেকের লেভি আবার একাধিক মাস ধরে বকেয়াও থাকছে।
পার্টির একে দুরবস্থা। সংগঠন দুর্বল, ভোটবাক্স শূন্য। বিধানসভা ও লোকসভাতেও রক্তক্ষরণ বঙ্গ সিপিএমে। এই পরিস্থিতিতে লেভি প্রদানের বিষয়টি নিয়ে কড়া মনোভাব নিলে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন পার্টির শীর্ষ নেতারা। কারণ, বেশি কড়াকড়ি হলে অনেকেই পার্টির সদস্য ছেড়ে দিতে পারেন। শুধুমাত্র দূর থেকে সমর্থক হয়েই থেকে যাবেন। ফলে সেটা কখনই কাম্য বলে মনে করছে আলিমুদ্দিন। পার্টির গঠনতন্ত্রেই আছে, সিপিএমের সদস্য হতে গেলে আয়ের ভিত্তিতে মাসিক চাঁদা দিতে হবে। পাঁচ হাজার টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের মাসে সেই আয়ের উপর ০.৫ শতাংশ লেভি দিতে হয়। যাঁদের আয় আবার ২০ থেকে ৩০ হাজার টাকা, তাদের লেভির হার আয়ের ২ শতাংশ। এরকম একাধিক ধাপ রয়েছে। পেশায় ব্যবসায়ী ও বেসরকারি সংস্থায় কর্মরত পার্টি সদস্যদের আয় গোপন করার প্রবণতা রয়েছে বলে সিপিএম সূত্রে খবর।
সিপিএম রাজ্যে ক্ষমতায় নেই। পার্টি চালাতে ও দলের সর্বক্ষণের কর্মীদের বেতন-সহ একাধিক খরচ সামলাতে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। কাজেই কোনও সদস্য যদি লেভি কম দেন, তাহলে সেটা পরোক্ষে পার্টি চালানোর উপর প্রভাব পড়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.