Advertisement
Advertisement

বনধে অশান্তির হুমকি, রাজ্যের ঘাড়ে দায় চাপাতে মরিয়া সূর্য

বনধ রুখতে তৈরি প্রশাসন৷

CPM puts the blame on state for any violence in Bharat Bandh
Published by: Kumaresh Halder
  • Posted:September 9, 2018 9:06 pm
  • Updated:September 9, 2018 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনধ সফল করতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ সোমবার বনধ পালন করতে জেলায় জেলায় সিপিএম কর্মীরা রাজপথ কামড়ে থাকবেন বলেও রবিবার হুঁশিয়ারি দিলেন সূর্য৷ সংবাদমাধ্যমে সূর্যকান্ত সাফ জানিয়েছেন, সোমবার বনধ হবেই৷ বনধ ব্যর্থ করতে এলে পরিণাম ভাল হবে না বলেও হুঁশিয়ারি দেন এই বাম নেতা৷ বনধের দিনে অশান্তি তৈরি হলে তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে বলে পালটা আক্রমণ করেন সূর্য৷

[মানিকচকে গুলিবিদ্ধ শিশুকে আনা হল শহরে, এসএসকেএম-এ ভরতিতে হয়রানি]

পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি-সহ কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে সোমবার ভারত বনধ ডেকেছে কংগ্রেস ও বামফ্রন্ট৷ নীতিগত কারণে বনধের বিরোধিতা করা হলেও বনধের ইস্যুকে সমর্থন জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বিজেপি বিরোধী লড়াইয়ে বাম-কংগ্রেসের পাশে থাকলেও তৃণমূল যে বনধ বিরোধী তা আগেই সংবাদমাধ্যমে দলের অস্থান স্পষ্ট করেছেন পার্থ৷ ফলে, বনধের বিরোধিতা ও কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সোমবার পথে নামার ডাক দিয়েছে শাসকদল তৃণমূল৷

Advertisement

[বেড থেকে পড়ে ভেন্টিলেশনে রোগিণী, নিউ আলিপুরের নার্সিংহোমে উত্তেজনা]

সরকারের তরফে বনধ রুখতে সমস্ত আয়োজনও সেরে ফেলা হয়েছে৷ সোমবার শহরে অতিরিক্ত বাস চালানো হবে বলেও পরিবহণ দপ্তর সূত্রে ঘোষণা করা হয়েছে৷ অতিরিক্ত ৮০০টি বাসের ব্যবস্থা থাকছে এদিন৷ অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সচল রাখতেও বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ পথে বেরিয়ে সমস্যা হলে সাহায্যের জন্য হাত বাড়াবে পুলিশ৷ বাস ভাঙচুর হলে বিমারও ব্যবস্থা করেছে পরিবহণ দপ্তর৷ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানানো হয়েছে৷ ফলে, বনধ রুখতে প্রশাসনিক তোড়জোড় শুরু হতেই পালটা চ্যালেঞ্জ জানানো ছাড়া আর কোনও পথই আপাতত খোলা ছিল নেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কাছে৷ ফলে, বনধের আগে নিষ্ক্রিয় কর্মীদের চাঙ্গা করতে সর্বশেষ অস্ত্রেও শান দিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে শাপমোচন ঘটানোর চেষ্টা করেন সিপিএমের রাজ্য সম্পাদক৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement