Advertisement
Advertisement
সিপিএম

শরীরচর্চায় মন দিন, RSS-এর পথে হেঁটে নেতা-কর্মীদের বার্তা আলিমুদ্দিনের

দলের গোপন চিঠিতে শরীরচর্চার দিকেই জোর দেওয়া হয়েছে।

CPM party leader directs to party member to excercise everyday
Published by: Sayani Sen
  • Posted:February 16, 2020 2:39 pm
  • Updated:February 16, 2020 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক নির্বাচনে সিপিএমের ফল হয়েছে অত্যন্ত খারাপ। বারবার দলের অন্দরে প্রশ্ন উঠেছে, তাহলে কি ক্রমশই রাজনীতির মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছেন আলিমুদ্দিনের নেতাকর্মীরা? নানা পর্যালোচনার পর দল মনে করেছে নেতাকর্মীদের স্বাস্থ্যচর্চার দিকে নজর দেওয়া উচিত। তাই  দলের গোপন চিঠিতে শরীরচর্চার দিকেই জোর দেওয়া হয়েছে।

ওই গোপন চিঠিতে লেখা হয়েছে, ”ক্যাডার ও সদস্যদের সুস্থ এবং সতেজ রাখতে শারীরিক কসরত আমাদের প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে। পার্টি স্কুলের বিষয়ে শারীরিক প্রশিক্ষণকে যুক্ত করতে হবে।” রাজনৈতিক মহলের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে এই চিঠির বয়ান নিয়ে জোর আলোচনা। প্রশ্ন উঠছে, তবে কি আরএসএসের পথেই হাঁটছে সিপিএম। কারণ, শরীরচর্চা নিয়ে বরাবরই মাথাব্যথা রয়েছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের কথা ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক সময় ডাম্বেল নিয়ে কসরত করেছেন প্রচুর। বছরদুয়েক আগে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) চ্যালেঞ্জ গ্রহণ করেন মোদি। তিনি নিজের শরীরচর্চার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও লাঠিখেলায় যথেষ্ট দক্ষ, সে প্রমাণ পেয়েছে আমজনতা। তাই রাজনৈতিক মহলে বারবার একই গুঞ্জন মাথাচাড়া দিচ্ছে। তবে কি সত্যি সিপিএম এবার পেশিশক্তির উপরেই গুরুত্ব দিতে চলেছে? তাই তড়িঘড়ি গোপন চিঠিতে ফলাও করে শারীরিক কসরতের কথা উল্লেখ করা হল?

[আরও পড়ুন: পোলবা কাণ্ড থেকে শিক্ষা, পুলকারের দৌরাত্ম্য কমাতে নয়া গাইডলাইন]

যদিও সিপিএমের তরফে রাজনৈতিক মহলের গুঞ্জনে কান দিতে নারাজ। দলীয় নেতার দাবি, আরএসএসকে অনুকরণ করার কোনও চেষ্টা নেই সিপিএমের। তাঁদের যুক্তি, বর্তমান প্রজন্মের বাড়িতে তৈরি খাবারে অরুচি। পরিবর্তে তারা বাইরের খাবারদাবারেই বেশি অভ্যস্ত। তাই স্বাস্থ্যের কথা খেয়াল রেখেই গোপন চিঠিতে শরীরচর্চায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক মহল এই দাবি মেনে নিতে নারাজ। চিরকালই অল্পবয়সি ছেলেমেয়েরা বাড়ির খাবার খেতে চায় না। তা সত্ত্বেও আগে কখনও গুরুত্ব না দিয়ে সাম্প্রতিক সময়েই কেন শরীরচর্চায় নজর দেওয়া হল, পালটা প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement