সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভায় ফের ধাক্কা সিপিএম-কংগ্রেস জোটে। রাজ্যে একলা চলো নীতি নিতে চলেছে সিপিএম। বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকের পর এমনই ইঙ্গিত মিলছে। ২০১৪-এর লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ এবং রায়গঞ্জে সিপিএমের জেতা আসন কোনওভাবেই কংগ্রেসকে ছাড়াতে রাজি নয় দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এনিয়ে আগেই কংগ্রেসকে জানিয়ে দিয়েছিল রাজ্য সিপিএম। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এদিন আলিমুদ্দিনের সদর কার্যালয়ে বৈঠকে বসেছিল রাজ্য নেতৃত্ব। সেখান থেকেই ইঙ্গিত, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনের সঙ্গে সমঝোতা করতে নারাজ রাজ্য কমিটির সদস্যরা। প্রয়োজনে একাই ৪২ আসনে লড়তে পারে সিপিএম।
এসবের জেরেই রাজ্যে বামপন্থী এবং দক্ষিণপন্থী দলের রাজনৈতিক সমঝোতায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকের পর রাজ্য নেতৃত্ব মনে করছে, একলা চলাই ভাল। সেক্ষেত্রে হয়তো ৪২টি আসনে এককভাবে লড়াই করতে পারে সিপিএম। ফলে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.