Advertisement
Advertisement

Breaking News

CPM

জোটের আশা রেখে লোকসভার প্রার্থী বাছাই শুরু সিপিএমের, ভরসা তরুণ মুখই

নির্বাচনকে সামনে রেখে বুথ কমিটি ও বিভিন্ন সাংগঠনিক কমিটি তৈরির কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে জেলা সিপিএম নেতাদের।

CPM likely to choose younger candidates for Lok Sabha, will go with INDIA alliance | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 9, 2024 11:10 am
  • Updated:February 9, 2024 1:19 pm  

স্টাফ রিপোর্টার: কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টি ইতিবাচক ধরে নিয়েই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ শুরু করে দিতে চায় সিপিএম(CPM)। সেই মর্মে প্রার্থী বাছাইয়ের কাজ দ্রুত শেষ করতে পার্টির জেলা সম্পাদকদের নির্দেশও দিল আলিমুদ্দিন। পাশাপাশি বিভিন্ন জেলায় বামফ্রন্টের বৈঠক ডেকে তাদের আসন চাহিদার বিষয়গুলি নিয়েও আলোচনা করে নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাজ‌্য কমিটির বৈঠক শেষে এমনই খবর।

মার্চের শুরুতেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্টা ঘোষণা হওয়ার সম্ভাবনা। কাজেই তার আগে অর্থাৎ চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ সেরে ফেলতে চায় সিপিএম নেতৃত্ব। কংগ্রেস ও আইএসএফের সঙ্গেও আসন সমঝোতার বিষয়টি তারা চাইছে এই মাসের মধ্যেই সেরে ফেলতে। রাজ্যের ৪২টি আসনেই নিজেদের প্রার্থীদের নাম চূড়ান্ত করে রাখতে চাইছে সিপিএম। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তরুণ মুখের উপর জোর দিতেই বলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: স্টপেজের দাবিতে রেল অবরোধে উত্তপ্ত জলপাইগুড়ি, পরপর আটকে দূরপাল্লার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা]

প্রতিটা আসনে অন্তত চারজনের নাম ঠিক করতে বলা হয়েছে। তারপর সেখান থেকে একজনকে বেছে নেওয়া হবে। যুব-মহিলা সংগঠনের পাশাপাশি শ্রমিক ও কৃষক সংগঠনের থেকেও প্রার্থী করা হবে। ব্রিগেডের ময়দান ভরাতে তরুণদের উপরই ভরসা রেখেছিল আলিমুদ্দিন। এবার লোকসভা ভোটেও তরুণ মুখকে সামনে রাখাই লক্ষ‌্য। পাশাপাশি জোট হবে ধরে নিয়েই কংগ্রেসের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে আলিমুদ্দিন।

এদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ কমিটি ও বিভিন্ন সাংগঠনিক কমিটি তৈরির কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে জেলা সিপিএম নেতাদের। কারণ, বহু বুথেই পার্টির সাংগঠনিক অবস্থা দূর্বল। বিধানসভাভিত্তিক কর্মী সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে রাজ‌্য কমিটির বৈঠকে। ১৩ ফেব্রুয়ারি বামপন্থী ট্রেড ইউনিয়ন ও ক্ষেতমজুর সংগঠনের আইন অমান‌্য কর্মসূচিতে পার্টি অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: মোদি ক্ষমতায় ফিরলেও ২০১৯ লোকসভার তুলনায় কমবে আসন? প্রকাশ্যে সমীক্ষার রিপোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement