Advertisement
Advertisement

Breaking News

ফেসবুকে বিতর্কিত পোস্ট নিয়ে মামলা, আগাম জামিন মঞ্জুর সেলিম পুত্রের

পঞ্চায়ত ভোট নিয়ে রাসেল আজিজের পোস্টে বিতর্ক, তদন্তে সিআইডি।

CPM leader Mohammed Salim’s son gets anticipatory bail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2018 7:29 pm
  • Updated:May 31, 2018 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট সংক্রান্ত মামলায় আগাম জামিন পেলেন সাংসদ মহম্মদ সেলিমের ছেলে রাসেল আজিজ।  ১০ হাজার টাকা বন্ডে সাংসদ পুত্রের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।

[পঞ্চায়েত ভোটের দিন ফেসবুকে বিতর্কিত পোস্ট, সেলিম পুত্রের বিরুদ্ধে তদন্তে সিআইডি]

Advertisement

বাবা সিপিএমের প্রথমসারির নেতা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সাংসদ। মহম্মদ সেলিমের ছেলে রাসেল আজিজ কিন্তু সক্রিয় রাজনীতিতে যোগ দেননি। তবে পঞ্চায়েত ভোটের দিন ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি।  আর সেই পোস্টের ঘিরেই বিতর্কের সূত্রপাত। বাম সাংসদের ছেলের বিরুদ্ধে তদন্তে নেমেছে সিআইডি। তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি অভিয়োগে মামলা দায়ের করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই ভবানীভবনে ডেকে পাঠিয়ে রাসেল আজিজকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। সেই মামলায় কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সেলিম পুত্র রাসেল আজিজ। ১০ হাজার বন্ডে আগাম জামিনের মঞ্জুর করল রাজ্যের শীর্ষ আদালত।

[ফাঁস মোবাইল-ল্যাপটপ চুরি চক্র, পুলিশের জালে দম্পতি]

১৪ মে একদফায় পঞ্চায়েত ভোটে রাজ্যে তুমুল অশান্তি হয়েছে। প্রাণ গিয়েছে ২৪ জনের। তবে সিংহভাগ অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল দক্ষিণবঙ্গে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট ছিল শান্তিপূর্ণই। ভোটের দিন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের ছেলে রাসেল আজিজ ফেসবুকে পোস্টে লিখেছিলেন, ’উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের গুন্ডাবাহিনীর গুলিতে একজন প্রিসাইডিং অফিসার ও একজন পোলিং অফিসার খুন হলেন।’ সাংসদপুত্রের ফেসবুক পোস্টে জনমানসে তীব্র প্রতিক্রিয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি পোস্ট মুছেও দিয়েছিলেল রাসেল। কিন্তু, ততক্ষণে যা হওয়ার, তা হয়ে গিয়েছে। প্রশাসনের দাবি, খোঁজ খবর নিয়ে দেখা গিয়েছে, উত্তর দিনাজপুরের প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার খুনের খবরটি সম্পূর্ণ মিথ্যা। খুন হওয়া তো দুরের কথা, কেউ আহতও হননি। তাহলে কেন এমন পোস্ট করলেন সাংসদপুত্র? তিনি কি ভোটারদের প্রভাবিত করতে চেয়েছিলেন? তদন্ত করছে সিআইডি।

[‘বৃদ্ধ’ যানের চলাচল রুখতে শহরের ৫০টি প্রবেশদ্বারে বসছে বিশেষ নজরদার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement