Advertisement
Advertisement
CPM Congress alliance

আর অপেক্ষা নয়, জোট নিয়ে কংগ্রেসকে মঙ্গলবারের ‘ডেডলাইন’ দিল বামেরা

আইএসএফের জন্য অতিরিক্ত আসন ছাড়া সম্ভব নয়, যাদবপুরের দাবিও ওড়াল বামেরা।

CPM gives deadline to Congress over Lok Sabha alliance

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:March 12, 2024 3:18 pm
  • Updated:March 12, 2024 3:55 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আসন সমঝোতা নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে মঙ্গলবারের মধ্যেই। কংগ্রেসকে (Congress) ডেডলাইন বেঁধে দিল বামেরা। বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত, কংগ্রেস যদি মঙ্গলবারের মধ্যে জোট নিয়ে নিজেদের অবস্থান না জানায়, তাহলে রাজ্যে একাই লড়ার প্রস্তুতি নেবে বামেরা। শুধু তাই নয়, ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে অতিরিক্ত আসনের যে দাবি আইএসএফ করছে, সেটাও মানা সম্ভব নয়।

রাজ্যে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল (TMC)। বিজেপিও অর্ধেক আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। সে তুলনায় অনেক পিছিয়ে বাম এবং কংগ্রেস। তৃণমূল একা লড়ার সিদ্ধান্ত নেওয়ায় বাম ও কংগ্রেসের জোটের রাস্তা খুলে গিয়েছে বটে, কিন্তু কংগ্রেসের ঢিলেমি না পসন্দ বামেদের। যদিও সূত্রের দাবি, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জোটে ছাড়পত্র দিয়ে দিয়েছে। কিন্তু আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শুরু হয়নি। বামেরা কংগ্রেসকে সেই আলোচনার শুরুর ডেডলাইন হিসাবে মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: CAA চালু হতেই শুভেন্দুর মুখে মতুয়াদের ‘হরি বোল’, ধরনার হুঁশিয়ারি মমতাবালার]

এদিকে, কংগ্রেসের সঙ্গে জোট হলে আসন সমঝোতা নিয়ে বেঁকে বসতে পারে বামফ্রন্টের শরিকরা। সেটা নিয়েই চিন্তায় পড়েছে সিপিএম (CPIM)। ফরওয়ার্ড ব্লক, সিপিআই (CPI) তাদের দাবি করা আসন কোনওভাবেই ছাড়তে নারাজ। অন‌্যদিকে আসন সমঝোতা হলে বাম শরিকদের দাবি করা অনেক আসনই চায় কংগ্রেস। ফলে কংগ্রেসের সঙ্গে জোট হলেও বামফ্রন্টের শরিকদল ফরওয়ার্ড ব্লক ও সিপিআই তাদের দাবি করা আসন থেকে কোনওভাবেই সরে আসতে নারাজ। ফলে কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া যখন এখনও ঝুলে আছে, জোট জট অব‌্যাহত। ফরওয়ার্ড ব্লক সাফ জানিয়ে দিয়েছে কংগ্রেসের সঙ্গে কোনওভাবে জোট করবে না তারা। কোনও আসনেই কংগ্রেসকে সমর্থন নয়। তা সত্ত্বেও জোট চায় সিপিএম। কিন্তু সেটার জন্য আর অপেক্ষা নয়। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দলীয় কাজে রয়েছেন দিল্লিতে। তিনি ফেরার পরই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট।

[আরও পড়ুন: অবশেষে কার্যকর CAA, কী এই আইন? কেন এনিয়ে এত বিতর্ক?]

যদিও শুধু কংগ্রেস নয়, আইএসএফের সঙ্গেও সমঝোতার রাস্তা খোলা রেখেছে বামেরা। সেক্ষেত্রেও সমস্যা আসনরফা। ইতিমধ্যেই ১২টি আসন দাবি করে বসে রয়েছে আইএসএফ। এর মধ্যে অন্যতম যাদবপুর। যদিও বামেরা এদিন স্পষ্ট করে দিয়েছে, আইএসএফের (ISF) অতিরিক্ত আসনের দাবি মানা সম্ভব নয়। শরিকরাও নিজেদের আসন ছাড়তে চাইছে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement