Advertisement
Advertisement

Breaking News

CPM

যাদবপুরে সৃজন, কেন্দ্র বদল সুজনের, বামেদের প্রথম তালিকায় তারুণ্যে জোর

বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান বসু। তাঁদের মধ্যে সিপিএমের ১৩ জন এবং বাকি ৩ প্রার্থী শরিকদের। প্রথম দফার প্রার্থী তালিকায় ১৪ জনই নতুন।

CPM announces candidate list for 16 Lok Sabha seats

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 14, 2024 6:00 pm
  • Updated:March 14, 2024 11:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান বসু। তাঁদের মধ্যে সিপিএমের ১৩ জন এবং বাকি ৩ প্রার্থী শরিকদের। প্রথম দফার প্রার্থী তালিকায় ১৪ জনই নতুন। একনজরে দেখে নিন প্রার্থী তালিকা।

কোচবিহার: নীতীশচন্দ্র রায়  (ফরওয়ার্ড ব্লক)
জলপাইগুড়ি: দেবরাজ বর্মন (সিপিএম)
বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত (আরএসপি)
কৃষ্ণনগর: এস এম শাদি (সিপিএম) 
দমদম: সুজন চক্রবর্তী (সিপিএম)
যাদবপুর: সৃজন ভট্টাচার্য (সিপিএম)
কলকাতা দক্ষিণ: সায়েরা শাহ হালিম (সিপিএম)

Advertisement

[আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির, ময়দানে নামার সময় জানিয়ে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’]

হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিএম)
শ্রীরামপুর: দীপ্সিতা ধর (সিপিএম)
হুগলি: মনোজিৎ ঘোষ (সিপিএম)
তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিএম)
মেদিনীপুর: বিপ্লব ভট্ট (সিপিআই)
বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিএম)
বিষ্ণুপুর: শীতল কৈবর্ত (সিপিএম)
বর্ধমান পূর্ব: নীরব খান (সিপিএম)
আসানসোল: জাহানারা খান (সিপিএম)

জোট জল্পনা জিইয়ে রেখে বিমান বসু এদিন বলেন, “বামফ্রন্টের শরিক দলগুলি ছাড়া অন্য কারও সঙ্গে কোনওদিনই জোট ছিল না। ভোটে লড়ার জন্য আসন সমঝোতা হয়েছিল। এবারেও হতে পারে।”

[আরও পড়ুন: ‘বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা’, বিস্ফোরক দাবি ‘গেরুয়া’ অর্জুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement