Advertisement
Advertisement

‘ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে বাম-কংগ্রেস, বাংলায় শীঘ্রই খেলা হবে’, বলছেন সুকান্ত

২০২৪ সালে কি হয় দেখুন, বলছেন বিজেপির রাজ্য সভাপতি।

CPM and Congress helped TMC to win, says Sukanta Majumder | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 13, 2023 4:54 pm
  • Updated:July 13, 2023 4:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির পর ফের বাম-কংগ্রেস-তৃণমূলের (TMC) আঁতাঁতের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে একমাত্র বিজেপি (BJP)। বাম-কংগ্রেস ছদ্মবেশে নির্বাচনে লড়ছে। ভোট কেটে তৃণমূলকেই সুবিধা করে দিয়েছে।
বস্তুত, ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলার বিরোধী পরিসর কার্যত একার দখলে রেখেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে দেখা যাচ্ছে সেই বিরোধী পরিসর কার্যত দ্বিধাবিভক্ত। বিজেপি যেখানে ২২ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েছে, সেখানে বাম-কংগ্রেস জোটের সম্মিলিত ভোট প্রায় ২১ শতাংশ। অর্থাৎ বিরোধী ভোটে ভালমতোই ভাগ বসিয়েছে বাম-কংগ্রেস। সেটাই সম্ভবত ভাবাচ্ছে বিজেপির রাজ্য সভাপতিকে।

[আরও পড়ুন: শুক্রে মাহেন্দ্রক্ষণ, সফল চন্দ্রযান ৩ মিশনের মহড়া, তিরুপতিতে পুজো ইসরোর বিজ্ঞানীদের]

সেকারণেই তিনি বলছেন, “বাম-কংগ্রেস এখন ভোট কাটুয়া।” বৃহস্পতিবার বিজেপির রাজ্যসভার প্রার্থী অনন্ত মহারাজের মনোনয়নের পর পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেসের ভূমিকা নিয়ে বলেন,”কোথায় লড়াই করেছে? বরং ভোট কেটে বেশ কয়েক জায়গায় তৃণমূলকে জিতিয়েছে সিপিএম এবং কংগ্রেস। পঞ্চায়েতে একভোটেও হার-জিত হয়। ছদ্মবেশে লড়াই করছে সিপিএম (CPIM) এবং কংগ্রেস (Congress)। দেখাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, প্রকারান্তরে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: খুচরো বাজারে হাতে ছ্যাঁকা, ৩ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি]

সুকান্তর দাবি, এখন বাম-কংগ্রেস তৃণমূলের সঙ্গে ‘ছদ্ম’ জোট করেছে, ২০২৪ সালের পর সরাসরিই একসঙ্গে লড়বে। বিজেপির রাজ্য সভাপতি বলছেন,”কেন্দ্রের দিকে নজর রাখুন। ২০২৪-এ কী হয় দেখুন। ২০২৪-এর পর বাঘে-গরুতে একঘাটে জল খাবে। ২০২৬-এর রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম, কংগ্রেস একজোট হয়ে লড়াই করলেও অবাক হব না।” ভোটারদের উদ্দেশে সুকান্তর আহ্বান,”বিজেপিই সবচেয়ে বড় রাজনৈতিক দল। সকলে আমাদের পতাকার তলায় আসুন। বাংলায় খুব শীঘ্রই খেলা হবে৷ বিজেপি খেলবে। ওরা শুধু গান বাজাচ্ছে। খেলব আমরা৷ ২০২৪ সালে কি হয় দেখুন।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement