Advertisement
Advertisement

Breaking News

CPM

গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপনেও প্রতিযোগিতা! তৃণমূলের আগে গান্ধীমূর্তিতে মালা দিতে বাধা সিপিএমকে

বামেদের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

CPM accusses to not allowed to pay tribute at Gandhi Death Anniversary before TMC | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 30, 2023 2:11 pm
  • Updated:January 30, 2023 2:16 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কে আগে? কে-ই বা পিছিয়ে? জাতির জনকের মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধা জানানো নিয়েও প্রতিযোগিতা! এমনই এক নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী রইল বেলেঘাটার গান্ধী ভবন। আগে তৃণমূল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তিতে শ্রদ্ধা জানাবে, তারপর বামেরা মালা দিতে পারবে। তার আগে নয়। সোমবার গান্ধীমূর্তিতে মাল্যদান নিয়ে দড়ি টানাটানি পরিস্থিতিতে তৃণমূলের (TMC) বিরুদ্ধেই আঙুল তুলল বাম নেতৃত্ব। যদিও শেষমেশ বিবাদ কাটিয়ে বিমান বসু, মহম্মদ সেলিমরা শ্রদ্ধা জানালেন গান্ধীমূর্তিতে। তবে তৃণমূলের বাধার মুখে পড়েন বলে অভিযোগ তাঁদের।

সময় ছিল দুপুর ১২টা। কিন্তু ঘণ্টা দুই আগেই বেলেঘাটার গান্ধীভবনে পৌঁছে গিয়েছিল সিপিএম (CPM) নেতৃত্ব। মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানাতে। তখনও তৃণমূলের তরফে মাল্যদান করা হয়নি। বড়ই অসময়ে চলে গিয়েছিলেন বিমান বসু, সীতারাম ইয়েচুরি, মহম্মদ সেলিমরা। তার ফলও ভুগতে হল। সেলিমের অভিযোগ, তাঁদের গান্ধীভবনে ঢুকতে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানানো হয়, আগে গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানাবে শাসকদল, পরে বামেরা। এনিয়ে সোমবার সকালে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইচ্ছাপূরণ! জ্যোতি বসুর পৈতৃক ভিটেয় পর্যটন কেন্দ্র চালু করলেন হাসিনা]

মহম্মদ সেলিম অভিযোগ করেন, এদিন সকাল সকাল তাঁরা বেলেঘাটার গান্ধী ভবনে পৌঁছে গিয়েছিলেন জাতির জনককে শ্রদ্ধা জানাতে। দলে ছিলেন বিমান বসু, সীতারাম ইয়েচুরি, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র-সহ আরও অনেকে। কিন্তু তাঁদের বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বলা হয়, গান্ধীভবনের মূর্তিতে মাল্যদানের জন্য প্রশাসনের অনুমতি নিয়েছিল তৃণমূল। তাই তার আগে বামেদের শ্রদ্ধা জানানোয় আপত্তি তোলা হয়। দীর্ঘক্ষণ তাঁরা অপেক্ষা করেন গান্ধীভবনের সামনে। তারপর মালা দেন।

[আরও পড়ুন: দেশবাসীকে অনশনের ডাক, লাদাখ বাঁচাতে প্রধানমন্ত্রীকে বার্তা সোনম ওয়াংচুকের]

যদিও বামদলকে বাধাদানের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর (Councilor)। তাঁর পালটা দাবি, বামেদের গান্ধীভবনে যাওয়ার নির্ধারিত সময় ছিল দুপুর ১২ টায়। তাঁরা ২ ঘণ্টা আগেই সেখানে পৌঁছে যান। তাই তাঁদের অপেক্ষা করতে হয়েছে।এর বেশি কিছুই ঘটেনি। কারণ, আগে তৃণমূলেরই সেখানে মালা দেওয়ার কথা। সেই মোতাবেক প্রশাসনের কাছে অনুমতি নেওয়া ছিল।

এদিকে, রাজ্যজুড়ে দুর্নীতির প্রতিবাদে এদিন ধর্মতলায় ৯ টি দিক থেকে বামেদের বিশাল সমাবেশ রয়েছে। রানি রাসমণি অ্যাভিনিউর সমাবেশে যোগ দেওয়ার জন্য সিপিএমের প্রতিষ্ঠার সময় ন’জন পলিট ব্যুরোর সদস্য ‘নবরত্ন’র নামাঙ্কিত নয়টি ব্রিগেড মিছিল আসবে। প্রতিটি ব্রিগেডেই পার্টির শীর্ষ নেতৃত্ব থাকবেন। বিমান বসু থাকবেন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কমরেড জ্যোতি বসু ব্রিগেডে। মহম্মদ সেলিম থাকবেন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে কমরেড পি সুন্দরাইয়া ব্রিগেডে। সূর্য মিশ্র থাকবেন ডেন্টাল কলেজ থেকে কমরেড প্রমোদ দাশগুপ্ত ব্রিগেডে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement