Advertisement
Advertisement

Breaking News

Kolkata Tram services

গতিশীল ও আধুনিক করে কলকাতায় ট্রাম চলুক, নয়া দাবি নিয়ে পথে নামছে সিপিএম

কম খরচের এই যান সাধারণ মানুষের প্রয়োজন, মনে করছে সিপিএম।

CPIM wants Tram services to continue in Kolkata | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 23, 2023 8:58 am
  • Updated:February 23, 2023 8:58 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ট্রাম চলুক, এই দাবি নিয়ে পথে নামছে সিপিএম (CPIM)। শ্লথগতির যান এই ট্রামকে দ্রুত গতির করা হোক। বিশ্বের বিভিন্ন দেশে যেমন ট্রামের আধুনিকিকীকরণ করা হয়েছে সেরকমই কলকাতার ট্রামকেও গতিশীল বানিয়ে চালাক রাজ‌্য সরকার। সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার (Kallol Majumdar) এমনই দাবি করে জানিয়েছেন।

তাঁর বক্তব্য, ‘‘৫০ থেকে ৭০টি ট্রাম কে আধুনিক আকারে চালু করা সম্ভব। ইঞ্জিনিয়াররাই এটা বলছেন। খুব বেশি খরচও লাগবে না। পরিবেশবান্ধব ট্রাম চলুক। খেটে খাওয়া মানুষের কাছে এই পরিবহনের গ্রহণযোগ‌্যতা রয়েছে। কম খরচে যাতায়াত করা যায়।’’ কলকাতায় ট্রামকে (Kolkata Tram Service) বাঁচানোর দাবিতে ২৪ ফেব্রুয়ারি ট্রামের প্রতিষ্ঠা দিবসে (১৫০ বছর পূর্ণ) শহরের ১০টি ট্রাম ডিপোয় বিকেল ৪টে থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত বিক্ষোভ সভারও ডাক দিয়েছে কলকাতা জেলা সিপিএম। ট্রাম কার্যকর পরিবহণ সেটাই তুলে ধরতে চান সিপিএম নেতৃত্ব। এই মর্মে পার্টির তরফে একটি স্মারকলিপি দেওয়া হবে রাজ্যের পরিবহনমন্ত্রী এবং কলকাতার মেয়রেরর কাছেও।

Advertisement

[আরও পড়ুন: ‘গোপনাঙ্গে হাত দিয়েছে পৃথ্বী’, শ্লীলতাহানির অভিযোগ তুলে বিস্ফোরক স্বপ্না গিল]

কলকাতার ঐতিহ‌্যবাহী ট্রাম চলুক। এই দাবিতে বুধবার কলকাতা জেলা সিপিএমের তরফে এক সাংবাদিক সম্মেলনে কল্লোল মজুমদার ছাড়াও ছিলেন রূপা বাগচী (Rupa Bagchi), তরুণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ সেনগুপ্ত প্রমুখ পার্টি নেতৃত্ব। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় ট্রাম চালু হয় শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। সেদিনের ঘোড়ায় টানা ট্রাম মূলত পণ‌্য পরিবহনের জন‌্য শুরু করা হলেও প্রথম দিন থেকেই তা যাত্রী পরিবহণও করে। ২০১১ সালে ৩৭টি রুটে ট্রাম চলত। ২০২২ সালে দু’টি রুটে চলছে। সিপিএম নেতাদের কথায়, পরিবহণে আধুনিকতার ছোঁয়া লাগাতে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাসও চলুক। পাশাপাশি আধুনিকীকরণ করে গুরুত্বপূর্ণ রুটগুলিতে ট্রামও চালু রাখা হোক।

[আরও পড়ুন: জঙ্গি মুসার মল আক্রমণে জেরবার পার্থ! জেলে পায়চারি ‘উদ্বিগ্ন’ অর্পিতার]

অন‌্যদিকে, কেন্দ্রীয় বাজেটের (Union Budget) প্রতিবাদ, সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর কেন্দ্রের বিজেপি সরকারের আক্রমণের বিরুদ্ধে ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি কলকাতায় প্রতিবাদ সপ্তাহ পালন করবে সিপিএম। বাড়ি বাড়ি লিফলেট বিলি ও হ‌্যান্ড মাইক নিয়ে প্রচার চলবে। ২৫ তারিখ ৫২টি এলাকায় মিছিল হবে। ২৮ তারিখ গোলপার্ক থেকে হাজরা এবং ওয়েলিংটন থেকে শ‌্যামাবাজার পর্যন্ত দু’টি বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement