Advertisement
Advertisement
Cyber Crime

‘ভরসা জোগাতে অভিযোগকারীদের পাশে থাকুন’, সাইবার তদন্তে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের

কলকাতায় বাড়ছে সাইবার অপরাধ, সতর্ক করলেন সিপি বিনীত গোয়েল।

CP of Kolkata Police orders officers to ommunicate with the victims of cyber crime properly and give assurance | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 16, 2023 9:18 am
  • Updated:February 16, 2023 9:20 am  

অর্ণব আইচ: যাঁরা সাইবার অপরাধের (Cyber Crime)‘শিকার’ হয়েছেন, মামলা করার পর তাঁদের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখতে হবে তদন্তকারী আধিকারিকদের। সেই অভিযোগকারীদের পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্বাস দিতে হবে, ভরসা জুগিয়ে যেতে হবে। সাইবার অপরাধ নিয়ে বুধবার বিভাগীয় আধিকারিকদের এমনই নির্দেশ দিলেন কলকাতার পুলিশের (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েল। গত দু’মাসে কলকাতায় সাতটি খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলির তদন্ত সম্পর্কেও পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসা করেন পুলিশ কমিশনার।

লালবাজারের সূত্র জানিয়েছে, কলকাতায় অপরাধ দমনে এদিন প্রত্যেকটি থানার ওসি, গোয়েন্দা বিভাগের আধিকারিক ও পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করেন কমিশনার (CP) বিনীত গোয়েল। এই বৈঠকে তিনি জানান, অন‌্যান‌্য ধরনের অপরাধ কলকাতায় তুলনামূলভাবে কম হলেও সাইবার অপরাধ বাড়ছে। সাইবার অপরাধ কমানোর জন‌্য বিভিন্নভাবে প্রচার চালিয়ে শহরবাসীকে সচেতন করতে হবে। কোনও সাইবার সংক্রান্ত অভিযোগ দায়ের হওয়ার পর অনেক সময়ই দেখা যায় যে, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে আর যোগাযোগ থাকে না অভিযোগকারীদের। টাকা ফেরৎ না পেলেও পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে অভিযোগকারীরা কিছু জানতে পারেন না।

Advertisement

[আরও পড়ুন: টানাপোড়েন শেষ, রাজ্যপালের সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল নবান্ন]

পুলিশ কমিশনারের নির্দেশ, যাতে পুলিশের উপর থেকে অভিযোগকারী, প্রতারিতরা ভরসা না হারান, সেই দায়িত্ব নিতে হবে পুলিশ আধিকারিকদেরই। তাঁদের অভিযোগকারীদের পাশে দাঁড়িয়ে তদন্ত সম্পর্কে আশ্বাস দিয়ে ভরসা জোগানোর নির্দেশ দেন তিনি। বেশ কিছু ব‌্যাংক (Bank) রয়েছে, যেগুলি সাইবার অপরাধ বা অন‌্য অপরাধের ক্ষেত্রেও সহজে সাড়া দিতে চায় না। পুলিশ কমিশনারের নির্দেশ, নোডাল অফিসারের মাধ‌্যমে ব‌্যাংকগুলির সঙ্গে প্রায়ই বৈঠক করতে হবে লালবাজারের (Lalbazar) আধিকারিকদের।

[আরও পড়ুন: বুদ্ধবাবুর আশ্বাসের পর ১১ বছর পার, চাকরি না মেলায় নবান্নের সামনে আত্মহত্যার চেষ্টা যুবকের]

সামনেই মাধ‌্যমিক। পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন মাইক বাজানো নিয়ে অথবা অন‌্য কোনও কারণে যাতে শহরের কোথাও অশান্তি না হয়, সেই ব‌্যাপারে সতর্ক করে পুলিশ কমিশনারের নির্দেশ, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ব‌্যবস্থা নিতে হবে। সম্প্রতি কলকাতায় কিছু চুরির অভিযোগ উঠেছে। চুরি কমাতে ব‌্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও কলকাতার ট্রাফিক (Traffic) সমস‌্যা এড়াতেও এদিন আলোচনা হয় বলে জানিয়েছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement