সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় কড়া প্রশাসন। ইতিমধ্যেই এক প্রাক্তনী ও দুই ছাত্র-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামনে এসেছে চতুর্থ প্রাক্তনীর নামও। দফায় দফায় চলছে আরও অনেককেই জিজ্ঞাসাবাদ। এই ঘটনার খুব শীঘ্রই কিনারা হবে, জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
রবিবার বিনীত গোয়েল জানান, “যাদবপুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উচ্চপর্যায়ের তদন্ত চলছে। একজন ডিসি পদমর্যাদার আধিকারিক সবসময় তদন্ত তদারকি করছেন। ছাত্রের ময়নাতদন্ত করা হয়েছে। ভিডিওগ্রাফি করা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি তদন্ত শেষ হবে।”
এদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জানান, ঘটনার রাতে ওই ছাত্রের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার খবর জানার পর হস্টেল চত্বরে ঢুকতে গিয়ে কার্যত বাধা পায় পুলিশও। বুধবার রাতে ঠিক কীভাবে মৃত্যু হল স্বপ্নদীপ কুণ্ডুর, সে রহস্যের জট এখনও পুরোপুরি খোলেনি। কবে সময় যত গড়াচ্ছে ততই যেন মানসিক এবং যৌন নির্যাতনের তত্ত্বই সামনে উঠে আসছে। অভিযুক্তদের জেরা করে সমস্ত তথ্য সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের। এদিকে, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তৎপর ইউজিসি’র অ্যান্টি ব়্যাগিং কমিটি। আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ে ওই কমিটির প্রতিনিধি দলের আসার কথা। এছাড়া সোমবার বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.