Advertisement
Advertisement
Manoj Verma

‘বেআইনি বাড়ি দেখলেই…’, বহুতল হেলে পড়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া নগরপালের

হেলা বহুতলের বাসিন্দারা কোনও বিপদে যাতে না পড়েন, সেদিকে কড়া নজর রেখেছে পুরসভা।

CP Manoj Verma reacts over Kolkata's tiled house
Published by: Sayani Sen
  • Posted:January 25, 2025 2:21 pm
  • Updated:January 25, 2025 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় দিকে দিকে হেলে পড়া বহুতলের খোঁজ পাওয়া গিয়েছে। হাওড়াতেও হেলা বহুতলের সংখ্যা নেহাত কম নয়। যাতে ওই হেলা বহুতলের বাসিন্দারা কোনও বিপদে না পড়েন, সেদিকে কড়া নজর রেখেছে পুরসভা। বেআইনি বাড়ি নজরে পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই জানালেন কলকাতার নগরপাল মনোজ ভার্মাও।

পুলিশকে তাঁর কড়া নির্দেশ, “কোথাও কোনও বেআইনি বাড়ি দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। বেআইনি বাড়ি দেখলে পুরসভাকেও জানাতে হবে। বহু জায়গায় এই ধরনের বাড়ি ভেঙেও ফেলা হয়েছে।” হাফ ম্যারাথনের প্রোমোতে এই কড়া বার্তা দেন নগরপাল।

Advertisement

উল্লেখ্য, দিনদশেক আগে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। তারপর ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। বৃহস্পতিবার বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরপর দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ে। অন্যদিকে, ৩ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনেও হেলে পড়ার বহুতলের খোঁজ পাওয়া গিয়েছে। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত আবাসিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement