Advertisement
Advertisement

Breaking News

অপরাধ দমনে ওসিদের সক্রিয় হওয়ার কড়া নির্দেশ নগরপালের

এই ‘ক্রাইম মিটিং’-এর মাঝেই রাতের শহরে এটিএম লুঠ প্রসঙ্গে লালবাজারের অ্যান্টি বার্গলারি শাখার ওসির কাছ থেকে বিস্তারিত জানতে চান নগরপাল রাজীব কুমার৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই সিঁথি ও দমদম-সহ শহর এবং শহরতলির বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রক্ষীহীন এটিএম কাউন্টার ভেঙে লক্ষ লক্ষ টাকা লুঠ হয়৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা গেলেও পুরো গ্যাং এখনও অধরা৷

CP asks OC to be more strict
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 12:25 pm
  • Updated:June 8, 2016 12:25 pm  

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: শহরের অপরাধ দমনের ক্ষেত্রে শুধুমাত্র লালবাজারের গোয়েন্দাদের উপর ভরসা না রেখে ওসিদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার৷ মঙ্গলবার লালবাজারের ‘ক্রাইম মিটিং’-এ শহরের সমস্ত থানার ওসিকে ডেকে এই নির্দেশ দেন তিনি৷ ওসিরা ছাড়াও নগরপালের ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন লালবাজারের সমস্ত পুলিশ কর্তাই৷
দ্বিতীয়বার পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে আসার পর এদিনই ছিল রাজীব কুমারের প্রথম ‘ক্রাইম মিটিং’৷ প্রথম দফায় সুরজিত্‍ করপুরকায়স্থের পর নগরপাল হয়ে গত মার্চ মাসে দু’টি ‘ক্রাইম মিটিং’ করেছিলেন রাজীব কুমার৷ এরপর নির্বাচন কমিশনের নির্দেশে বিধানসভা ভোটের আগে নগরপালের দায়িত্ব থেকে তাঁকে সরে যেতে হয়৷ কমিশনের নির্দেশে নগরপাল হন সৌমেন মিত্র৷ কিন্তু সেই সময় বিধানসভা নির্বাচন চলাকালীন আর নগরপালের ‘ক্রাইম মিটিং’ করা সম্ভব হয়নি৷ ভোট মিটতেই আইপিএস কর্তা সৌমেন মিত্রকে সরিয়ে নগরপালের দায়িত্বে দ্বিতীয় বারের জন্য আনা হয় রাজীব কুমারকে৷ তাই এদিন মার্চ, এপ্রিল এবং মে এই তিন মাসের ‘ক্রাইম মিটিং’ একদিনে করা হয়৷ এর ফলে শহরের আইনশৃঙ্খলা এবং অপরাধের হারের খতিয়ানের তালিকা মিটিং-এ লম্বা হয়ে ওঠে৷
এই ‘ক্রাইম মিটিং’-এর মাঝেই রাতের শহরে এটিএম লুঠ প্রসঙ্গে লালবাজারের অ্যান্টি বার্গলারি শাখার ওসির কাছ থেকে বিস্তারিত জানতে চান নগরপাল রাজীব কুমার৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই সিঁথি ও দমদম-সহ শহর এবং শহরতলির বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রক্ষীহীন এটিএম কাউন্টার ভেঙে লক্ষ লক্ষ টাকা লুঠ হয়৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা গেলেও পুরো গ্যাং এখনও অধরা৷
রক্ষীহীন এটিএম কাউন্টারগুলিতে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তা কর্মী রাখতে শহরের প্রায় ১৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অধিকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন লালবাজারের গোয়েন্দা কর্তারা৷ তবু লালবাজারের সেই চিঠির কোনও গুরুত্ব দেননি ব্যাঙ্ক কর্তারা৷ লালবাজারের পুলিশ কর্তাদের মতে, প্রতিটি এটিএম কাউন্টারের বিমা করিয়ে রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ তাই লুঠ হলেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই৷
এটিএম লুঠ সম্পর্কে বিস্তারিত জানার পর নগরপাল রাজীব কুমার সমস্ত থানার ওসিদের জানান, “রাতের শহরে সমস্ত এটিএম কাউন্টারগুলি সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট থানার ওসিরা সতর্ক হোন৷ কাউন্টারগুলির সামনে টহল ও নজরদারি বাড়ান৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement